বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এর জেরে লাখ লাখ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন। যদিও পর্যটক বা স্বল্পমেয়াদি ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন না।
আমেরিকার অভিবাসন বিভাগ দুই ধরনের ভিসা দেয়। একটি ইমিগ্রান্ট বা অভিবাসী ভিসা, অন্যটি হলো নন-ইমিগ্রান্ট ভিসা। অভিবাসী ভিসার মাধ্যমে কেউ সরাসরি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং স্থায়ী বাসিন্দা হয়। সেই সঙ্গে নন-ইমিগ্যান্ট ভিসা হল অস্থায়ী ভাবে থাকার ভিসা। এর মধ্যে ভ্রমণের ভিসা, শিক্ষার্থীদের ভিসা এবং কাজের ভিসা পড়ে। ট্রাম্পের সিদ্ধান্তে যারা পরিবারের সদস্যদের জন্য ভিসার আবেদন করেছেন তাঁরা ভিসা পাবেন না, স্থগিত থাকবে তাদের ভিসা পাওয়ার পদ্ধতি। সেই সঙ্গে নতুন ভিসার আবেদন করতে পারলেও বাংলাদেশ-সব ৭৫ দেশের নাগরিক সেই ভিসা আপাতত পাবেন না।
advertisement
প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ অর্থবর্ষে (অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত) বাংলাদেশি নাগরিকদের জন্য মোট প্রায় ৫৯ হাজার ২৫৪টি মার্কিন ভিসা ইস্যু করা হয়েছিল। এর মধ্যে ৪৪ হাজার ৬৭৪টি ছিল নন-ইমিগ্রান্ট ভিসা এবং ১৪ হাজার ৫৮০টি ছিল ইমিগ্রান্ট ভিসা। অর্থাৎ ট্রাম্পের সিদ্ধান্তে বাংলাদেশিদের মধ্যে যে একটা বড় অংশের উপর প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।
