ডেইলি স্টার নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই বিরাট আকারের গ্রহাণু দ্রুত বেগে এগিয়ে আসছে। বিরাট আকারের এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে, 199145 (2005 YY128)। এই গ্রহাণুটি প্রায় ১ কিলোমিটার চওড়া। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে আঘাত হানতে পারে।
পৃথিবীর খুব কাছ থেকে এই গ্রহাণুটি চলে যেতে পারে। এই গ্রহাণুটি ১৮৭০ থেকে ৪২৬৫ ফুট পর্যন্ত চওড়া বলা হচ্ছে। NASA জানিয়েছে ১৬ ফেব্রুয়ারির মধ্যে, এই গ্রহাণুটি পৃথিবীর ৪.৫ মিলিয়ন কিলোমিটারের কাছাকাছি চলে আসবে। তবে নাসা নিশ্চিত নয় যে গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের সঙ্গে সংঘর্ষ করবে কি না তা নিয়ে।
advertisement
তবে নাসা সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে যে আপাতত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। কারণ এই পাথরের থেকে বড় কোনও ক্ষতির সম্ভাবনা এখনই তৈরি হয়নি। আপাতত যা আভাস পাওয়া যাচ্ছে, তাতে স্পষ্ট যে এটি পৃথিবীর অনেক দূর থেকে চলে যাবে।
আরও পড়ুন, ৫০ হাজার বছরে সুযোগ একবার! একমাত্র ভাগ্যবানরা দেখতে পারবেন এই মহাজাগতিক দৃশ্য
আরও পড়ুন, সর্বনাশ! তীব্র গতিতে ধেয়ে আসছে বিরাট সাইজের গ্রহাণু, কতটা বিপদের সম্ভাবনা
সম্প্রতি পৃথিবীর খুব কাছ থেকে আরেকটি গ্রহাণু চলে গেছে। প্রতিবেদন অনুসারে, 2023 BU 21 নামে ওই গ্রহাণুটি জানুয়ারি মাসে প্রথমবার শনাক্ত করা হয়েছিল। গত ২৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টা নাগাদ পৃথিবীর খুব কাছ থেকে চলে যায়। এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৫০০ কিলোমিটার দূর থেকে চলে যায়।