খাদ্যরসিক এই ভালুকের নাম ‘হ্যাঙ্ক দ্য ট্যাঙ্ক’৷ গত কয়েক বছর ধরে অসংখ্য বাড়িতে হামলা চালিয়েছে সে৷ ক্যালিফর্নিয়ার মৎস্য ও বনবিভাগে এখন সে রীতিমতো ‘ওয়ান্টেড’৷ উত্তর ক্যালিফর্নিয়া নেভাডা অঞ্চলে ১৫০ টিরও বেশি ঘটনার পিছনে কীর্তিমান এই চতুষ্পদ৷ সম্প্রতি শুক্রবার ভালুকটি তাহোই কিজ এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছে৷ (Hank the Tank)
ক্যালিফর্নিয়ার (California) মৎস্য ও বনদফতর থেকে এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘ কাছাকাছি অঞ্চলগুলিতে হানা দে ভালুকটি৷ তাই আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে জনজীবন এবং ভালুক, দু’টি দিকই নিরাপদ থাকে৷ ভালুকটি খুব খেতে ভালবাসে৷ দেখে মনে হচ্ছে ভালুকটি মানুষের থেকে সব ভয় হারিয়ে ফেলেছে৷ মানুষের বাড়ি আসলে তার কাছে খাবারের উৎস৷’’
advertisement
আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়
ক্যাটালিনা ড্রাইভে জানালা ভেঙে একটি বাড়িতে হানা দেয় ভালুকটি৷ এর পর পুলিশ আসতেই পিছনের দরজা ভেঙে জঙ্গলে চম্পট দেয় সে৷ তার আরও নাম আছে৷ ‘যোগী, ‘জেক’-সহ নানা নামে তাকে ডাকা হয়৷
আরও পড়ুন : অসাধ্যসাধন! ভিন রাজ্যে প্রথম বার পা রেখেই শাড়ি পরে পাহাড়ে উঠলেন পক্বকেশ প্রৌঢ়া
আরও পড়ুন : সাধের ন্যানোকে হেলিকপ্টার বানিয়েই অঢেল উপার্জন যুবকের
তবে তার উৎপাতে অতিষ্ঠ সাধারাণ মানুষ আবেদন জানিয়েছেন বনবিভাগের কাছে৷ যাতে ভালুকটিকে বন্দি করা হয়৷ তবে একাধিক ফাঁদ পাতার ফন্দি বানচাল করেছে সে৷ আপাতত এই ‘ভালু’-কে বন্দি করতে গিয়ে কালঘাম ছুটেছে বনকর্মীদের৷ তবে এক বার বন্দি করা হলে ভালুকের ঠাঁই চিড়িয়াখানায় হবে বলে জানা গিয়েছে৷