আরও পড়ুন-চিংড়ি মাছ রান্নার সময় এই ভুলগুলি করেন না তো? দেখে নিন এক ঝলকে
২৫৬ আসন বিশিষ্ট ওই ড্রিমলাইনার বিমানের কোড AI-1947 বলে জানা গিয়েছে ৷ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছতে বিমানটির সময় লাগবে ৮ ঘণ্টা (Air India Flights to Kyiv) ৷ এর আগে কিভ-দিল্লি-কিভ রুটে সপ্তাহে একটাই সরাসরি বিমান চলছিল, সেটা হল ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৷ কিন্তু এই রুটে এবার যাত্রী বিমানসংখ্যা আরও বাড়ানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল (Air India flight leaves Delhi for Kyiv) ৷
advertisement
আরও পড়ুন-দু'মাসে দ্বিতীয়বার এফডি-তে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক, জেনে নিন কত!
২৫ ফেব্রুয়ারি (একটি ফ্লাইট), ২৭ ফেব্রুয়ারি (দুটি ফ্লাইট) এবং ৬ মার্চ (একটি) বিমান চালানো হবে এই রুটে ৷ এ ছাড়া এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই এবং কাতার এয়ারওয়েজেও এই রুটে বর্তমানে বিমান চালিয়ে থাকছে ৷ তাই ইউক্রেনে থাকা ভারতীয়রা নিজেদের নিরাপদ না মনে করলে তাঁদের দেশে ফেরার জন্য এখন বেশ কয়েকটি বিকল্প রয়েছে ৷