TRENDING:

Accident: ১, ২, ৩, ৪....৭০! মুহূর্তে মারা গেল ৭০ জন! তেলের ট্যাংকারে ভয়ঙ্কর বিস্ফোরণ, ছড়িয়ে-ছিটিয়ে শুধু লাশ আর লাশ

Last Updated:

Accident: স্থানীয় সূত্রে খবর, জ্বালানি স্থানান্তরের সময়ই বিস্ফোরণটি হয়। মুহূর্তে প্রচুর পথচারী নিহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবুজা: ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA) জানিয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি বিশাল ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে নাইজার রাজ্যের সুলেজা শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে, যখন কয়েকজন ব্যক্তি একটি জেনারেটর ব্যবহার করে এক ট্যাংকার থেকে অন্য ট্যাংকারে গ্যাসোলিন স্থানান্তর করার চেষ্টা করছিলেন।
ভয়ঙ্কর দুর্ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা
advertisement

স্থানীয় সূত্রে খবর, জ্বালানি স্থানান্তরের সময়ই বিস্ফোরণটি হয়। মুহূর্তে প্রচুর পথচারী নিহত হন। NEMA-এর প্রতিনিধি হুসেইনি ইসাহ এই মর্মান্তিক ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, বর্তমানে গোটা ঘটনার অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুন: হয় মৃত্যুদণ্ড, নয় আমৃত্যু জেল! দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে এ কী করলেন সঞ্জয়! শুনে চমকে উঠবেন

advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বিস্ফোরণটি নাইজেরিয়ায় জ্বালানি পরিবহন কতটা ঝুঁকির, তারই প্রমাণ। উল্লেখ্য, নাইজার রাজ্যে এমন ঘটনা প্রথম নয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আরেকটি গ্যাসোলিন ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছিলেন। সেই সময় একটি ট্যাংকারের সঙ্গে গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ফেডারেল রোড সেফটি কর্পস অনুযায়ী, নাইজেরিয়ায় গ্যাসোলিন ট্যাংকার দুর্ঘটনার ঝুঁকি বেশি। ২০২০ সালে ১,৫৩১টি ট্যাংকার দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে ৫৩৫ জন নিহত এবং ১,১৪২ জন আহত হয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Accident: ১, ২, ৩, ৪....৭০! মুহূর্তে মারা গেল ৭০ জন! তেলের ট্যাংকারে ভয়ঙ্কর বিস্ফোরণ, ছড়িয়ে-ছিটিয়ে শুধু লাশ আর লাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল