RG Kar Case: হয় মৃত্যুদণ্ড, নয় আমৃত্যু জেল! দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে এ কী করলেন সঞ্জয়! শুনে চমকে উঠবেন

Last Updated:
RG Kar Case: শনিবার আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় নিম্ন আদালতের তরফে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই।
1/6
আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। তারপর থেকে তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের তিন নম্বর সেলে। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এখন সারা দেশের সামনে একজন নৃশংস ধর্ষক ও খুনি। শনিবারই শিয়ালদহ আদালত ঘটনার ৫ মাস পর তাকে দোষী সাব্যস্ত করেছে।
আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। তারপর থেকে তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের তিন নম্বর সেলে। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এখন সারা দেশের সামনে একজন নৃশংস ধর্ষক ও খুনি। শনিবারই শিয়ালদহ আদালত ঘটনার ৫ মাস পর তাকে দোষী সাব্যস্ত করেছে।
advertisement
2/6
শনিবার আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় নিম্ন আদালতের তরফে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। সোমবার তার সাজা ঘোষণার কথা। জেল সূত্রে খবর, শনিবার কারারক্ষীরা বারংবার কথা বলার চেষ্টা করলেও কোনও কথা বলেননি সঞ্জয়, কারও সঙ্গেই। শনিবার রাতে ঠিক করে খাবার বা জল খাননি সঞ্জয়।
শনিবার আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় নিম্ন আদালতের তরফে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। সোমবার তার সাজা ঘোষণার কথা। জেল সূত্রে খবর, শনিবার কারারক্ষীরা বারংবার কথা বলার চেষ্টা করলেও কোনও কথা বলেননি সঞ্জয়, কারও সঙ্গেই। শনিবার রাতে ঠিক করে খাবার বা জল খাননি সঞ্জয়।
advertisement
3/6
চিকিৎসকদের তরফে ওষুধ দেওয়া হলেও তা ছুঁয়ে দেখেননি সঞ্জয়। সিসিটিভি নজরদারিতে প্রেসিডেন্সির পয়লা বাইশ সেলে রাখা হয়েছে সঞ্জয়কে।
চিকিৎসকদের তরফে ওষুধ দেওয়া হলেও তা ছুঁয়ে দেখেননি সঞ্জয়। সিসিটিভি নজরদারিতে প্রেসিডেন্সির পয়লা বাইশ সেলে রাখা হয়েছে সঞ্জয়কে।
advertisement
4/6
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে ঢোকানোর পর থেকে চুপ করে বসে রয়েছে সঞ্জয়। কারারক্ষীরা কথা বলার চেষ্টা করলেও কোনও কথা বলেনি। ডাক্তার দিনে চার বার দেখবে তাকে। জেলের শীর্ষ আধিকারিকেরা দু'বার করে দেখবে। সিসিটিভি মনিটরিংয়ের আওতায় রয়েছে সঞ্জয়।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে ঢোকানোর পর থেকে চুপ করে বসে রয়েছে সঞ্জয়। কারারক্ষীরা কথা বলার চেষ্টা করলেও কোনও কথা বলেনি। ডাক্তার দিনে চার বার দেখবে তাকে। জেলের শীর্ষ আধিকারিকেরা দু'বার করে দেখবে। সিসিটিভি মনিটরিংয়ের আওতায় রয়েছে সঞ্জয়।
advertisement
5/6
ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি ছাড়াও দু'জন করে তিন শিফটে কারারক্ষী থাকছেন। কোর্ট থেকে ফিরে চুপচাপ রয়েছে ধর্ষক ও খুনি সঞ্জয় রাই। শনিবার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। তবে সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার, ২০ জানুয়ারি।
ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি ছাড়াও দু'জন করে তিন শিফটে কারারক্ষী থাকছেন। কোর্ট থেকে ফিরে চুপচাপ রয়েছে ধর্ষক ও খুনি সঞ্জয় রাই। শনিবার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। তবে সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার, ২০ জানুয়ারি।
advertisement
6/6
কী সাজা হতে পারে দোষী সঞ্জয় রাইয়ের? আদালতের নজরে রয়েছে তিন শাস্তি। ২৫ বছরের জেল, অথবা আমৃত্যু জেল কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের। সোমবার এর মধ্যে কোনও একটি সাজা শুনাবে আদালত। শনিবার শিয়ালদহ আদালত BNS 64/66/103(1) ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রাইকে।
কী সাজা হতে পারে দোষী সঞ্জয় রাইয়ের? আদালতের নজরে রয়েছে তিন শাস্তি। ২৫ বছরের জেল, অথবা আমৃত্যু জেল কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের। সোমবার এর মধ্যে কোনও একটি সাজা শুনাবে আদালত। শনিবার শিয়ালদহ আদালত BNS 64/66/103(1) ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রাইকে।
advertisement
advertisement
advertisement