কিয়েভ: রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে গত শুক্রবার রাতে ৪৫০টির বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন আর ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত হেনেছে। নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত অনেকে।
advertisement
জানা গিয়েছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতভর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন: মাটির নীচে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে পাকিস্তান! ট্রাম্পের দাবির পরই মুখ খুললেন রাজনাথ!
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, রুশ হামলায় পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।
ইউক্রেনের বিমানবাহিনী শনিবার সকালে জানায়, এক রাতে রাশিয়া ৪৫০টির বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৪০৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা হয়েছে।
