Rajnath Singh: মাটির নীচে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে পাকিস্তান! ট্রাম্পের দাবির পরই মুখ খুললেন রাজনাথ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rajnath Singh: সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, রাশিয়া, চিন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান-সহ অনেক দেশ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যেখানে আমেরিকাই একমাত্র দেশ, যারা তা করে না।
নয়াদিল্লি: ফের বিশ্বজুড়ে শুরু হয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ে শোরগোল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত করেছেন, পাকিস্তানের পাশাপাশি আরও একাধিক দেশ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। ট্রাম্পের দাবির পর এই ইস্যুতে ইসলামাবাদকে তোপ দেগেছে ভারত। কড়া সুরে জানিয়েছে, ‘পরমাণু অস্ত্রের বেআইনি কার্যকলাপ পাকিস্তানের ইতিহাসে নতুন নয়।’
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, রাশিয়া, চিন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান-সহ অনেক দেশ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যেখানে আমেরিকাই একমাত্র দেশ, যারা তা করে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে এবং চিনও পরীক্ষা চালাচ্ছে ৷ কিন্তু তারা এ বিষয়ে কথা বলে না। আমরা একটি উন্মুক্ত সমাজ। আমরা আলাদা। আমরা এ বিষয়ে কথা বলি। আমাদের এ বিষয়ে কথা বলতে হবে ৷”
advertisement
advertisement
আর ট্রাম্পের মুখে পাকিস্তানের নাম আসার পরই রাজনাথ রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ”যারা যা পরীক্ষা করতে চায়, করতে থাকুক। আমরা তো তাদের আটকাতে পারব না। তবে, যা কিছুই হোক না কেন, ভারত সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি আছে।” রাজনাথ অবশ্য মাটির নীচে ভারতের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে কিছু বলতে চাননি। তবে, বুঝিয়ে দিয়েছেন বিষয়টি গোপন রাখলেও ভারত সব সময়ের জন্য প্রস্তুত আছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 1:12 PM IST

