TRENDING:

India News: আমেরিকা-জর্জিয়ায় গ্রেফতার দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, আনা হচ্ছে ভারতে! বড় সাফল্য ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির

Last Updated:

India News: একজনের নাম ভেঙ্কটেশ গর্গ। তাকে গ্রেফতার করা হয়েছে জর্জিয়া থেকে। ভানু রানা নামে অপর গ্যাংস্টার ধরা পড়েছে আমেরিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্রেফতার দুই
গ্রেফতার দুই
advertisement

নিউইয়র্ক: রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছিল তাদের অপরাধ নেটওয়ার্ক। অথচ শুরুটা আর পাঁচটা ছোট অপরাধীর মতোই হয়েছিলসময় যত বেড়েছে, ততই বেড়েছে দৌরাত্ম্যএকসময় পুলিশের নজরে পড়ে যাওয়ায় বাঁচতে পালিয়ে বিদেশে গা ঢাকা দেয়। সেখানে বসেও দিব্যি চালাচ্ছিল তাদের অপরাধ সাম্রাজ্য। এমনই দুই ফেরার ‘মোস্ট ওয়ান্টেডগ্যাংস্টারকে ধরতে বড় সাফল্য পেল ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি।

advertisement

একজনের নাম ভেঙ্কটেশ গর্গ। তাকে গ্রেফতার করা হয়েছে জর্জিয়া থেকে। ভানু রানা নামে অপর গ্যাংস্টার ধরা পড়েছে আমেরিকায়তদন্তকারীদের দাবি, ভানুর সঙ্গে যোগ আছে কুখ্যাত লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের। বিচারের জন্য দু’জনকেই দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে

advertisement

আরও পড়ুন: সোনার দোকানে ঢুকে লঙ্কার গুড়ো ছুড়লেন মহিলা, কিন্তু চুরি আটকে গেল ২০ সেকেন্ডে ১৭ থাপ্পড়ে! গুজরাতের ভিডিও ভাইরাল

ভেঙ্কটেশ আদতে হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা। নিজের রাজ্যের পাশাপাশি রাজস্থান, দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে নিজের দল আছে তার। ভারতে পুলিশের খাতায় তার নামে অন্তত ১০টি ফৌজদারি মামলা আছে। গুরুগ্রামে এক বিএসপি নেতাকে খুনের ঘটনায় নাম জড়ানোর পরে জর্জিয়ায় পালিয়ে যায় ভেঙ্কটেশ। সেখান থেকেই এদেশে কলকাঠি নাড়ত

advertisement

অন্যদিকে, অপরাধ জগতের বহুদিনেরখিলাড়ি’ এই ভানু রানা। পুলিশের খাতায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। ভানুর যোগ বিষ্ণৈ গ্যাংয়ের সঙ্গে। আদতে করনালের বাসিন্দা এই গ্যাংস্টারের নেটওয়ার্ক ছড়িয়ে আছে হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লিতে। পাঞ্জাবে গ্রেনেড হামলার ঘটনায় তার নাম প্রথম সামনে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
India News: আমেরিকা-জর্জিয়ায় গ্রেফতার দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, আনা হচ্ছে ভারতে! বড় সাফল্য ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল