নিউইয়র্ক: রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছিল তাদের অপরাধ নেটওয়ার্ক। অথচ শুরুটা আর পাঁচটা ছোট অপরাধীর মতোই হয়েছিল। সময় যত বেড়েছে, ততই বেড়েছে দৌরাত্ম্য। একসময় পুলিশের নজরে পড়ে যাওয়ায় বাঁচতে পালিয়ে বিদেশে গা ঢাকা দেয়। সেখানে বসেও দিব্যি চালাচ্ছিল তাদের অপরাধ সাম্রাজ্য। এমনই দুই ফেরার ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টারকে ধরতে বড় সাফল্য পেল ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি।
advertisement
একজনের নাম ভেঙ্কটেশ গর্গ। তাকে গ্রেফতার করা হয়েছে জর্জিয়া থেকে। ভানু রানা নামে অপর গ্যাংস্টার ধরা পড়েছে আমেরিকায়। তদন্তকারীদের দাবি, ভানুর সঙ্গে যোগ আছে কুখ্যাত লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের। বিচারের জন্য দু’জনকেই দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।
ভেঙ্কটেশ আদতে হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা। নিজের রাজ্যের পাশাপাশি রাজস্থান, দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে নিজের দল আছে তার। ভারতে পুলিশের খাতায় তার নামে অন্তত ১০টি ফৌজদারি মামলা আছে। গুরুগ্রামে এক বিএসপি নেতাকে খুনের ঘটনায় নাম জড়ানোর পরে জর্জিয়ায় পালিয়ে যায় ভেঙ্কটেশ। সেখান থেকেই এদেশে কলকাঠি নাড়ত।
অন্যদিকে, অপরাধ জগতের বহুদিনের ‘খিলাড়ি’ এই ভানু রানা। পুলিশের খাতায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। ভানুর যোগ বিষ্ণৈ গ্যাংয়ের সঙ্গে। আদতে করনালের বাসিন্দা এই গ্যাংস্টারের নেটওয়ার্ক ছড়িয়ে আছে হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লিতে। পাঞ্জাবে গ্রেনেড হামলার ঘটনায় তার নাম প্রথম সামনে আসে।
