পাকিস্তানের এই সংবিধান যদি সংশোধন হয়ে যায় তবে বর্তমানের সেনাপ্রধান আসিম মুনির হতে চলেছেন পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক।
এই সংশোধন অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি জেনারেল আসিম মুনিরকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করবেন। ফলে বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ভঙ্গুর গণতন্ত্র থেকে একদম সামরিক দেশে পরিণত হতে পারে পাকিস্তান।
advertisement
পাক মন্ত্রীসভায় এই বিল পাশ হওয়ার পরেই ২৭তম সংবিধান সংশোধনের জন্য তা শনিবার সেনেটে রিভিউের জন্য স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়।
এই বিলটি পেশ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। সামরিক বিভিন্ন পদ এবং আদালতে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে পরিবর্তনের কথা বলা হয়েছে এই বিলে।
এই বিলের ক্ষেত্রে বলা হয়েছে ‘প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই এই বিল আনা হচ্ছে।’ কিন্তু, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই বিলের ফলে পাকিস্তানের আম জনতার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। যেখানে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রেই পাক সেনা নাক গলায় সেখানে এই বিলে পাক সেনাকে যেভাবে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে, তা আম জনতার জীবনেও প্রভাব ফেলবে।
এই বিলের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল- চিফ অফ ডিফেন্স ফোর্স- তিন বাহিনীর ক্ষেত্রেই এক ব্যক্তিই হবেন সর্বোচ্চ পদাধিকারী।
পারমাণবিক সিদ্ধান্তের ক্ষেত্রে অসামরিক হস্তক্ষেপ সীমিত করা। ফিল্ড মার্শাল ‘উপাধি’- আজীবন ওই ব্যক্তি সুবিধা পাবেন। এবং আইন অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করবেন। আর্টিকেল ৪৭ এবং ২৪৮- আইনত এবং রাজনৈতিক সুরক্ষা প্রদান। এই বিলের ফলে পাকিস্তানে ধীরে ধীরে সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
