TRENDING:

বদলে যাচ্ছে পাকিস্তানের সংবিধান! আসিম মুনিরের হাতেই সর্বোচ্চ ক্ষমতা! আসছে নতুন বিল

Last Updated:

বদলে যেতে চলেছে পাকিস্তানের সংবিধান। পাকিস্তানের ২৭তম সংবিধান সংশোধনের মাধ্যমে ওই দেশের সেনাপ্রধানকে প্রতিরক্ষাবাহিনী এবং স্থল-নৌ-আকাশ সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হবেন। পাকিস্তানের এই সংবিধান যদি সংশোধন হয়ে যায় তবে বর্তমানের সেনাপ্রধান আসিম মুনির হতে চলেছেন পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: বদলে যেতে চলেছে পাকিস্তানের সংবিধান। পাকিস্তানের ২৭তম সংবিধান সংশোধনের মাধ্যমে ওই দেশের সেনাপ্রধানকে প্রতিরক্ষাবাহিনী এবং স্থল-নৌ-আকাশ সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হবেন।
সেনা সর্বাধিনায়ক হতে চলেছেন আসিম মুনির
সেনা সর্বাধিনায়ক হতে চলেছেন আসিম মুনির
advertisement

পাকিস্তানের এই সংবিধান যদি সংশোধন হয়ে যায় তবে বর্তমানের সেনাপ্রধান আসিম মুনির হতে চলেছেন পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক।

এই সংশোধন অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি জেনারেল আসিম মুনিরকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করবেন। ফলে বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ভঙ্গুর গণতন্ত্র থেকে একদম সামরিক দেশে পরিণত হতে পারে পাকিস্তান।

advertisement

পাক মন্ত্রীসভায় এই বিল পাশ হওয়ার পরেই ২৭তম সংবিধান সংশোধনের জন্য তা শনিবার সেনেটে রিভিউের জন্য স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়।

এই বিলটি পেশ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। সামরিক বিভিন্ন পদ এবং আদালতে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে পরিবর্তনের কথা বলা হয়েছে এই বিলে।

এই বিলের ক্ষেত্রে বলা হয়েছে ‘প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই এই বিল আনা হচ্ছে।’ কিন্তু, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই বিলের ফলে পাকিস্তানের আম জনতার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। যেখানে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রেই পাক সেনা নাক গলায় সেখানে এই বিলে পাক সেনাকে যেভাবে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে, তা আম জনতার জীবনেও প্রভাব ফেলবে।

advertisement

এই বিলের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল- চিফ অফ ডিফেন্স ফোর্স- তিন বাহিনীর ক্ষেত্রেই এক ব্যক্তিই হবেন সর্বোচ্চ পদাধিকারী।

সেরা ভিডিও

আরও দেখুন
ভারতের মহিলা ক্রিকেট দলে সচিন! তাও আবার বাঙালি! অনেকেই চেনেন না তাঁকে
আরও দেখুন

পারমাণবিক সিদ্ধান্তের ক্ষেত্রে অসামরিক হস্তক্ষেপ সীমিত করা। ফিল্ড মার্শাল ‘উপাধি’- আজীবন ওই ব্যক্তি সুবিধা পাবেন। এবং আইন অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করবেন। আর্টিকেল ৪৭ এবং ২৪৮- আইনত এবং রাজনৈতিক সুরক্ষা প্রদান। এই বিলের ফলে পাকিস্তানে ধীরে ধীরে সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বদলে যাচ্ছে পাকিস্তানের সংবিধান! আসিম মুনিরের হাতেই সর্বোচ্চ ক্ষমতা! আসছে নতুন বিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল