TRENDING:

বলি তারকা ও খেলোয়াড়রাও বন্ধ করুন চিনা পণ্যের বিজ্ঞাপনে কাজ! আর্জি জানাল CAIT

Last Updated:

সর্বভারতীয় বণিক সংগঠন Confederation of All India Traders পক্ষ থেকে আর্জি করা হয়েছে তারকাদের যাতে তাঁরা চিনা পণ্যের বিজ্ঞাপন বন্ধ করেন৷ সংগঠনের মতে এই সময় নিজের কথা না ভেবে দেশের কথাই ভাবা সকলের কর্তব্য৷ তাই চিনা মাল বয়কটের ডাক দিয়েছেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় সেনার ওপর চিনের হামলা৷ ২০ জন সেনা জওয়ানের মৃত্যু এবং চিন-ভারত সীমান্তের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন দেশের তারকাদের উচিৎ চিনা সামগ্রীর বিজ্ঞাপনে কাজ বন্ধ করা৷ এমনই আর্জি রাখল সর্বভারতীয় বণিক সংগঠন (Confederation of All India Traders). তাদের যুক্তি, শুধু সেনা প্রস্তুত রেখে বা সীমান্তে চিনকে জবাব দিয়ে নয়, অর্থনৈতিকভাবে চিনের জিনিষ বর্জন করতে হবে৷
advertisement

৭ কোটি ব্যবসায়ীর এই সংগঠন চিনা মাল বয়কটের ডাক দিয়েছে ইতিমধ্যেই৷ ভরতীয় সম্মান হামারা অভিমান(Bharatiya Samman-Hamara Abhiman) এই স্লোগানের মাধ্যমে চলছে প্রচার কর্মসূচী৷ এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী লোকাল পে ভোকাল(Local pe Vocal) এবং আত্মনির্ভর (AtmaNirbhar) কর্মসূচীকেও সামিল করেছেন তারা৷ ভারতের বাজার ছেয়ে গিয়েছে চিনের তৈরি সামগ্রীতে৷ মেড ইন চায়না-র(Made In China) মাল দামে কম, তাই তার প্রতি ঝুঁকছেন অনেকে৷ চিনা মালের সেই বিপুল বাজার বন্ধ করতে এই অভিযানের ডাক দিয়েছে Confederation of All India Traders (CAIT)৷ ২০২১ ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ কোটি টাকার চিনা মাল আমদানি থামাতে বণিক সংগঠনের দাবি জোরালো করা হচ্ছে৷ এতেই তারা পাশের পেতে চাইছেন দেশের সমস্ত সাধারণ মানুষ ও তারকাদেরও৷

advertisement

আরও পড়ুন যুদ্ধ বাঁধলে চিন নয়, ভারতের পাল্লাই ভারী থাকবে, জানুন দুই দেশের ক্ষমতা...

বহু চিনা পণ্যের বিজ্ঞাপন করেন বলি ও ক্রিকেট মাঠের তারকারা৷ তাদের দিয়ে বিজ্ঞাপন করিয়ে ভারতের বাজারে নিজেদের ব্যবসা বাড়াতে চাইছে চিন৷ এই সব বিজ্ঞাপনে মোটা অর্থ পান তারকারা৷ অন্য দেশের পণ্য নিজের দেশে ব্যবসার খাতিরে বিজ্ঞাপনে কোনও নিষেধাজ্ঞা নেই৷ তবে দেশের স্বার্থে এবং দেশকে ভালবেসে এই মুহূর্তে এই চিনা মালের বিজ্ঞাপন থেকে তারকাদের বিরত থাকতে অনুরোধ করছে CAIT৷

advertisement

আমির খান, সারা আলি খান, বিরাট কোহলিকে নিয়মিত দেখা যায় ভিভোর (Vivo) অ্যাডে৷ একইভাবে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ, বাদশা, সিদ্ধার্থ মলহোত্রা এবং রণবীর কাপুর প্রচার করেন ওপো (Oppo) ফোনের৷ রণবীর সিং-কে দেখা যায় শাওমির (Xiomi)বিজ্ঞাপনে এবং সলমন খান, আয়ুষ্মান খুরানা, শ্রদ্ধা কাপুর করেন রিয়ালমির (RealMe) বিজ্ঞাপন৷ যেহেতু এই সব ফোন চিনা ব্র্যান্ডের, তাই এই বিজ্ঞাপন থেকে তারকাদের সরে যেতে অনুরোধ করছে সর্বভারতীয় বণিক সংগঠন৷ এর মাধ্যমে দেশকে সম্মান জানানো হবে বলেই CAIT-র দাবি৷

advertisement

আরও পড়ুন 'লকডাউন উঠলেই ফিরব',শেষবার বাড়ির সঙ্গে এই কথাই হয় সেনা জওয়ানের! ফিরলেন তবে...

অন্যদিকে দেশের হয় সামাজিক প্রকল্প বা সরকারী উদ্যোগের জন্য কাজ করা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শিল্পা শেট্টি, মাধুরী দীক্ষিত, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর ও সোনু সুদকে সম্মান জানানো হয়েছে৷

ভারতের ওপর চিনের হামলা এবং ২০ জওয়ানের মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে এই বণিক সংগঠন৷ তারা বলছেন যে দেশবাসীর ওপর চিনা মালের প্রভাব হঠাতে এক যোগে দেশের হয়ে কাজ করুন তারকারা৷ নিজের আগে দেশ (Nation Before Self), এই নীতি নিয়ে তারকাদের কাজ করতে অনুরোধ করছেন তারা৷ একটি খোলা চিঠিতে চিনা পণ্যের বিজ্ঞাপনে কাজ করা তারকাদের উদ্দ্যেশে এই বার্তা রাখল Confederation of All India Traders৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
বলি তারকা ও খেলোয়াড়রাও বন্ধ করুন চিনা পণ্যের বিজ্ঞাপনে কাজ! আর্জি জানাল CAIT
Open in App
হোম
খবর
ফটো
লোকাল