'লকডাউন উঠলেই ফিরব',শেষবার বাড়ির সঙ্গে এই কথাই হয় সেনা জওয়ানের! ফিরলেন তবে...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
লাদাখে যে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে দীপক সিং একজন৷ মাত্র ৭ মাস আগেই হয়েছিল বিয়ে৷
#ভোপাল: লকডাউন উঠলেই ফিরব, এটাই জানিয়েছিলেন নায়েক দীপক কুমার সিং৷ কে জানত সেটাই শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা! মাত্র ৭ মাস আগে বিয়ে হয়েছিল তাঁর৷ বাড়িতে নতুন বউকে ছেড়েই কর্মস্থল ভারত-চিন সীমান্তে পৌঁছে গিয়েছিলেন দীপক৷ সেখানেই সোমবার রাতে চিনা সেনাদের আক্রমণে শহিদ হন ভারতীয় এই সেনা জওয়ান৷
বাড়িতে বৃদ্ধা ঠাকুমার সঙ্গে শেষ কথা হয়েছিল মাত্র ৩০ বছরের দীপকের৷ বাড়ির ছেলের মৃত্যুর খবর শুনে পরিবার এবং গ্রামবাসীর চোখের জল আর থামছে না৷
নাতির মৃত্যুর শোকে পাথর ৮৫ বছরের ঠাকুমা৷ 'বাড়ির ছেলেটা ফিরবে বলেছিল, কিন্তু লকডাউনের পর ফিরল ওর দেহ৷ আমি এই শোক নিতে পারছি না'৷ দীপকের মা নেই৷ অনেক ছোটবেলায় মারা গিয়েছে৷ ঠাকুমার কাছে মানুষ হন এই সেনা জওয়ান৷ পরিবারের সকলে খুব ভালবাসতেন দীপক এবং সবাই তাঁকেও খুব পছন্দ করত বলে জানিয়েছেন ঠাকুমা৷
advertisement
advertisement
৩০ নভেম্বর ২০১৯ বিয়ে হয় দীপকের৷ তাঁর স্ত্রী রেখা সিং মধ্যপ্রদেশের সিরমুরে নবোদয় আবাসিক স্কুলে কাজ করেন৷ পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে৷
বুধবার সকাল ৮টায় সেনার পক্ষ থেকে দীপকের মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে৷ বৃহস্পতিবার অর্থাৎ আজ দীপকের মরদেহ তাঁর গ্রামে এসে পৌঁছবে৷
২০১৩ সেনায় যোগ দেন তিনি৷ বিহার রেজিমেন্টের হয়ে গালওয়ান উপত্যকায় ছিল তাঁর পোস্টিং৷ দীপকের দাদাও রয়েছেন সেনায়৷ আপাতত জয়সলমিরে পোস্টিং তাঁর৷ দীপকের বাবা গ্রামে থাকেন এবং চাষাবাদের কাজ করেন৷ বীর সেনা জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী৷
Location :
First Published :
June 18, 2020 12:33 PM IST