corona virus btn
corona virus btn
Loading

'লকডাউন উঠলেই ফিরব',শেষবার বাড়ির সঙ্গে এই কথাই হয় সেনা জওয়ানের! ফিরলেন তবে...

'লকডাউন উঠলেই ফিরব',শেষবার বাড়ির সঙ্গে এই কথাই হয় সেনা জওয়ানের! ফিরলেন তবে...
Dipak Singh

লাদাখে যে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে দীপক সিং একজন৷ মাত্র ৭ মাস আগেই হয়েছিল বিয়ে৷

  • Share this:

#ভোপাল: লকডাউন উঠলেই ফিরব, এটাই জানিয়েছিলেন নায়েক দীপক কুমার সিং৷ কে জানত সেটাই শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা! মাত্র ৭ মাস আগে বিয়ে হয়েছিল তাঁর৷ বাড়িতে নতুন বউকে ছেড়েই কর্মস্থল ভারত-চিন সীমান্তে পৌঁছে গিয়েছিলেন দীপক৷ সেখানেই সোমবার রাতে চিনা সেনাদের আক্রমণে শহিদ হন ভারতীয় এই সেনা জওয়ান৷

বাড়িতে বৃদ্ধা ঠাকুমার সঙ্গে শেষ কথা হয়েছিল মাত্র ৩০ বছরের দীপকের৷ বাড়ির ছেলের মৃত্যুর খবর শুনে পরিবার এবং গ্রামবাসীর চোখের জল আর থামছে না৷

নাতির মৃত্যুর শোকে পাথর ৮৫ বছরের ঠাকুমা৷ 'বাড়ির ছেলেটা ফিরবে বলেছিল, কিন্তু লকডাউনের পর ফিরল ওর দেহ৷ আমি এই শোক নিতে পারছি না'৷ দীপকের মা নেই৷ অনেক ছোটবেলায় মারা গিয়েছে৷ ঠাকুমার কাছে মানুষ হন এই সেনা জওয়ান৷ পরিবারের সকলে খুব ভালবাসতেন দীপক এবং সবাই তাঁকেও খুব পছন্দ করত বলে জানিয়েছেন ঠাকুমা৷

৩০ নভেম্বর ২০১৯ বিয়ে হয় দীপকের৷ তাঁর স্ত্রী রেখা সিং মধ্যপ্রদেশের সিরমুরে নবোদয় আবাসিক স্কুলে কাজ করেন৷ পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে৷

বুধবার সকাল ৮টায় সেনার পক্ষ থেকে দীপকের মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে৷ বৃহস্পতিবার অর্থাৎ আজ দীপকের মরদেহ তাঁর গ্রামে এসে পৌঁছবে৷

২০১৩ সেনায় যোগ দেন তিনি৷ বিহার রেজিমেন্টের হয়ে গালওয়ান উপত্যকায় ছিল তাঁর পোস্টিং৷ দীপকের দাদাও রয়েছেন সেনায়৷ আপাতত জয়সলমিরে পোস্টিং তাঁর৷ দীপকের বাবা গ্রামে থাকেন এবং চাষাবাদের কাজ করেন৷ বীর সেনা জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

Published by: Pooja Basu
First published: June 18, 2020, 12:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर