আরও পড়ুন: বিধায়কের তোপের পরই সরিয়ে দেওয়া হল অশোকনগর হাসপাতালের সুপারকে
মঙ্গলবার টেঁপুর নবাসন অনন্তরাম উচ্চবিদ্যালয়ে স্বজনের উদ্যোগে পালন করা হল বিশ্ব কচ্ছপ দিবস। প্রতিবছর ২৩ মে বিশ্ব কচ্ছপ দিবস হিসেবে পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, স্কুলের প্রধান শিক্ষক সূর্যশেখর দাস, অরূপ দে ও স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্বজনের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের উত্তরীয়, বই, স্মারক দিয়ে বরন করে নেওয়া হয়।
advertisement
ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষার বার্তা দেওয়া হয়। কচ্ছপ দিবস উপলক্ষে কচ্ছপের উপকারিতা ও তাদের রক্ষা করার বার্তা দিয়ে উদ্ধার হওয়া দুটি তিল কচ্ছপ স্কুলের পুকুরের স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। ২০২২ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যমেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কচ্ছপ ধরা, শিকার করা ও বাড়িতে পোষা আইনত অপরাধ। কচ্ছপ জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের রক্ষা করা আমাদের সবার কর্তব্য। সেই বার্তা দিতেই এদিনের অনুষ্ঠানের আয়োজন।
রাকেশ মাইতি