Howrah News: রাস্তা জুড়ে অবৈধ দোকানপাট, ছাড়ল না আন্ডারপাসও! যানজটের আরেক নাম ধুলাগড়, দেখুন কী অবস্থা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah News: রাস্তা দখল করে দোকানপাট। যার কারণে যানজট বাড়ছে ধুলাগড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছেন। বাড়ছে দুর্ঘটনা। সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের সক্রিয় ভূমিকার দাবি জানাচ্ছে নিত্যযাত্রীরা।
advertisement
1/6

রাস্তায় বসছে দোকান, থমকে পড়ছে গাড়ির চাকা। অফিস যাওয়ার সময় অথবা অফিস ফিরতি পথে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ধুলাগড়। প্রতিদিন হাজার হাজার মানুষ পড়ছেন সমস্যায়। জরুরি অবস্থায় এই রাস্তা পার হতে কাল ঘাম ছুটছে মানুষের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
অবৈধ দোকান পাটের কারণে যানজট এতটাই বেশি যে, প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তার বড় অংশ জুড়ে দোকানের পসারা। ব্যস্ত রাস্তাতেই দাঁড়িয়ে ক্রেতার ঢল। একই সঙ্গে সাইকেল, বাইক বিভিন্ন যান মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাজারে ভিড় জমাচ্ছে। ফলে সমস্যা বাড়ছে দিন দিন।
advertisement
3/6
হাওড়া শহর ও কলকাতায় প্রতিদিন হাজার হাজার মানুষ ধুলাগড় হয়ে যাতায়াত করেন। সেই সমস্ত মানুষ প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অবৈধ দোকান থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে ধুলাগড়ে।
advertisement
4/6
গত কয়েক বছরে বদলেছে ধুলাগড়ের ছবি। ১৬ নম্বর জাতীয় সড়কে আন্ডার পাস নির্মাণের পর স্বস্তি মেলে মানুষের। তবে স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। রাস্তার পার্শ্ববর্তী থেকে এক এক করে অস্থায়ী দোকান বসতে বসতে রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে নিয়েছে।
advertisement
5/6
ধুলাগড় চৌমাথা আন্ডার পাস সাঁকরাইল ট্রাক টার্মিনাস, সাঁকরাইল স্টেশন রোড বেগড়ী রোড এবং ধুলাগড় ফটিকগাছি রোডে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। আন্ডারপাস ও আন্ডারপাস সংলগ্ন রাস্তার ওপর দোকান ক্রমবর্ধমান, ফলে সমস্যা বাড়ছে মানুষের।
advertisement
6/6
সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের সক্রিয় ভূমিকার দাবি জানাচ্ছে নিত্যযাত্রীরা। সড়ক কর্তৃপক্ষ মাঝেমধ্যে অভিযান চালালে সাময়িক স্বস্তি পায় মানুষ। তবে সেই স্বস্তি ক্ষণিকের, তারপর আবার রাস্তার উপর দোকান তৈরি করে সমস্যা সৃষ্টি করে। একাংশ যাত্রীরা জানান, প্রশাসনের উদাসীনতার ফলে সমস্যা তৈরি হচ্ছে, বাড়ছে যানজট। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: রাস্তা জুড়ে অবৈধ দোকানপাট, ছাড়ল না আন্ডারপাসও! যানজটের আরেক নাম ধুলাগড়, দেখুন কী অবস্থা