ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের বড়গাছিয়া গ্রামে। গ্রামের বাসিন্দা উৎপল কান্তি ঢ্যাং এদিন বাড়ির সামনে একটি কচ্ছপ দেখতে পান। কচ্ছপটি যাতে কোনভাবে বিপদে না পড়ে, কোন অসৎ ব্যক্তি সেটিকে ধরে না নেয় বা শিয়াল, কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে সেই সকল দিকে গুরুত্ব দিয়ে উৎপল বাবু কচ্ছপটিকে ধরে নিজের ঘরে তোলেন।
advertisement
এরপর কচ্ছপটিকে প্রকৃত আবাসস্থলে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে যোগাযোগ করেন বন্যপ্রাণী উদ্ধারকারী সৌম্যজিৎ শেঠের সঙ্গে। সৌম্যজিৎ ও শুভদীপ মারিক ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করেন। পুনরায় কচ্ছপটিকে একটি সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে উদ্ধারকারী উৎপল বাবু জানান, ‘আমাদের আত্মীয় ও পরিবার সদস্যের মতো বন্যপ্রাণ রক্ষা করার দায়িত্ব নিতে হবে আমাদের নিজেদের। তবেই বন্যপ্রাণ সুরক্ষিত থাকবে আমরা সুরক্ষিত থাকব। সেই দায়িত্ববোধ থেকেই এদিন এই বন্যপ্রাণ উদ্ধার করা।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী সৌমজিৎ শেঠ ও শুভদীপ মারিক জানান, যেকোনও প্রজাতির ভারতীয় কচ্ছপ ও কাছিম (Tortoise & Turtle) বাড়িতে পোষা, শিকার করা, খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এতে জেল ও জরিমানা দুই হতে পারে। কচ্ছপ জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের রক্ষা করা আমাদের সবার কর্তব্য। সুস্থ কচ্ছপ উদ্ধার করলে সেগুলো এলাকার জলাশয়ে বা প্রাকৃতিক আবাসস্থলে মুক্ত করে দিন।’






