জানা গিয়েছে, ২০১২ সাল থেকে প্রতি বিদ্যালয়ে ' নির্মল বিদ্যালয় সপ্তাহ ' পালন করা হত৷ তবে এবার তা এক পক্ষকাল ধরে পালিত হবে। নাম বদলে, এই কর্মসূচির নতুন নামকরণ করা হয়েছে 'নির্মল বিদ্যালয় পাক্ষিক'। শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২৯ শে সেপ্টেম্বর অব্ধি চলবে বলে জানা গিয়েছে। সচেতনতা মূলক এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা প্ল্যাকার্ড নিয়ে সচেতনতার প্রচারে নামেন।
advertisement
আরও পড়ুনঃ অসহায় ভাবে প্রাণ হারাচ্ছে বাঘ রোল! বাঁচাতে মরিয়া পরিবেশপ্রেমীরা
শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মধুরিমা দাস জানান, এই নির্মল বিদ্যালয় অভিযানে প্রতিদিন কী কী কর্মসূচি পালন করতে হবে তা ব্লক স্তরের কর্মশালা শিবিরে সকল বিদ্যালয়ের প্রতিনিধিদের সবিস্তারে বোঝানো হয়েছে। কোভিডের জন্য গত দুই বছর এই কর্মসূচি বন্ধ ছিল। এ বছর প্রতিটি বিদ্যালয় থেকেই পড়ুয়াদের ভালো অংশগ্রহণ চোখে পড়ছে বলে তিনি জানান। প্রতি বিদ্যালয়ে আগামী এক পক্ষকাল জুড়ে প্রতিদিন এভাবেই সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন।
Rakesh Maity