Howrah News: অসহায় ভাবে প্রাণ হারাচ্ছে বাঘ রোল! বাঁচাতে মরিয়া পরিবেশপ্রেমীরা

Last Updated:

অসহায় ভাবে প্রাণ হারাচ্ছে রাজ্য প্রাণী! সম্প্রতি বাগনানের এক গ্রামে বাঘের আতঙ্কে গ্রামবাসী, জানা যায় ওই গ্রামে বাঘের মত প্রাণী দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের বাচ্চা বুড়ো মানুষ।

+
title=

#হাওড়া : অসহায় ভাবে প্রাণ হারাচ্ছে রাজ্য প্রাণী! সম্প্রতি বাগনানের এক গ্রামে বাঘের আতঙ্কে গ্রামবাসী, জানা যায় ওই গ্রামে বাঘের মত প্রাণী দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের বাচ্চা বুড়ো মানুষ। আসলে ওই প্রাণী যে বাঘ নয় তা আর বলার অপেক্ষা রাখে না! পরিবেশ কর্মীদের কথা মত। এখবর শোনা মাত্র যাতে করে ওই বাঘ সন্দেহ প্রাণীটির কোনো রকম ক্ষতি না হয় সেই দিক গুরুত্ব রেখেই পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক ছুটে যায় ওই এলাকায় মানুষকে সচেতন করতে। আসলে সন্দেহের বশে নিরীহ প্রাণীটির প্রাণ যে যেতে পারে, সেই ভাবনা নিয়েই ছুটে যাওয়া পরিবেশ কর্মীর।
আসলে ওদের অধিকার যেন ফিকে হতে বসেছে, খাবারের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে যাবার পথে গতিশীল গাড়ির চাকার প্রিস্ট হয়ে মৃত্যু বা গাড়ির সজরে ধাক্কায় প্রাণ হারাচ্ছে অবাধে এ ঘটনা কয়েক মাসে একাধিক বার জেলা জুড়ে, জেলার সবুজ বন অঞ্চলে মর্সৃণ সড়ক বা যোগাযোগ ব্যবস্থা হচ্ছে তাতেই যেন মরণ ফাঁদ ওদের। রাতের অন্ধকারে খাবারের খোঁজে রাস্তা পারাপার করতে গিয়ে এক এক করে প্রাণ হারাচ্ছে। আবার কখনো মাছ চুরির দায়ে প্রাণ হারাতে হয়েছে, সে ঘটনাও কয়েক মাস আগেই এক সঙ্গে তিনটি পূর্ণবয়স্ক রাজ্য প্রাণীর দেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
যদিও সে অর্থে মানুষকে আক্রমণ বা কামড়ের মত ঘটনা শোনা তো দূর কথা মানুষ দেখলেই ভয়ে কাতর রাজ্য প্রাণী। তবে রাতের অন্ধকারে খাবারের খোঁজে চলে আসে লোকালয়ে মাছ হাঁস বা মুরগির টানে। তখনই মানুষের নজরে আসে, বাঘ সন্দেহে জীবন যাবার উপক্রম হয়ে পড়ে বাঘরোলের। রাজ্য প্রাণী বাঘরোল সিডিউল -১ শ্রেণীর অন্তর্ভুক্ত, যা রয়েল বেঙ্গল টাইগারের সমতুল্য। রাজ্য প্রাণী মাঝারি আকারের বিড়ালগোত্রীয়, বাঘরোল বা মেছো বিড়াল (fishing cat) জেলার গ্রামীন এলাকার বনাঞ্চলে বসবাসের আদর্শ।
advertisement
আরও পড়ুনঃ নির্মল বিদ্যালয় গড়ার লক্ষ্যে শ্যামপুরের বিভিন্ন স্কুলে নানান কর্মসূচি
তবে বিভিন্ন কারণে প্রাণ হারাচ্ছে রাজ্য প্রাণীর। যদিও জেলা জুড়ে পরিবেশ সংগঠন ও পরিবেশ কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে বাঘরোল বাঁচাতে পাশাপাশি সরকারি অর্থাৎ বন দফতর লিফলেট, এলাকায় জমায়েত, মাইকিং বার্তা, তার পাশাপাশি নাটকের মধ্যে দিয়ে মানুষের কাছে সচেতন বার্তা বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে এই বাঘরোল যে হাওড়া জেলার এক শ্রেণীর মানুষের কাছে অর্থনৈতিক দিশা খুলে দিতে পারে এ কথাও জানাচ্ছেন পরিবেশবিদরা। পরিবেশ কর্মীদের কথায়, বাঘরোলের টানেই হাওড়ার কিছু এলাকা পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে।
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অসহায় ভাবে প্রাণ হারাচ্ছে বাঘ রোল! বাঁচাতে মরিয়া পরিবেশপ্রেমীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement