Howrah News: নির্মল বিদ্যালয় গড়ার লক্ষ্যে শ্যামপুরের বিভিন্ন স্কুলে নানান কর্মসূচি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নির্মল বিদ্যালয় গড়ার লক্ষ্য! শ্যামপুরের, বিভিন্ন স্কুলে নির্মল বিদ্যালয় সপ্তাহ বদলে, একপক্ষ কালব্যাপী বিভিন্ন কর্মসূচি। বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড।
#হাওড়া : নির্মল বিদ্যালয় গড়ার লক্ষ্য! শ্যামপুরের, বিভিন্ন স্কুলে নির্মল বিদ্যালয় সপ্তাহ বদলে, একপক্ষ কালব্যাপী বিভিন্ন কর্মসূচি। বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে কোনোটায় লেখা 'বাংলাকে নির্মল করে তুলবই', আবার কোনোটায় লেখা 'শৌচাগার ব্যবহার করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব' এভাবেই বিভিন্ন সচেতন বার্তা এর পাশাপাশি খদে পড়ুয়ারা সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করে জীবাণুমুক্ত হওয়া, এই বার্তা নিয়ে নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচিতে সামিল হলেন শ্যামপুর-২ ব্লকের শ্যামপুর উত্তর চক্রের বিভিন্ন প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, এসএসকে, এমএসকের পড়ুয়ারা।
জানা গিয়েছে, ২০১২ সাল থেকে প্রতি বিদ্যালয়ে ' নির্মল বিদ্যালয় সপ্তাহ ' পালন করা হত৷ তবে এবার তা এক পক্ষকাল ধরে পালিত হবে। নাম বদলে, এই কর্মসূচির নতুন নামকরণ করা হয়েছে 'নির্মল বিদ্যালয় পাক্ষিক'। শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২৯ শে সেপ্টেম্বর অব্ধি চলবে বলে জানা গিয়েছে। সচেতনতা মূলক এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা প্ল্যাকার্ড নিয়ে সচেতনতার প্রচারে নামেন।
advertisement
আরও পড়ুনঃ অসহায় ভাবে প্রাণ হারাচ্ছে বাঘ রোল! বাঁচাতে মরিয়া পরিবেশপ্রেমীরা
শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মধুরিমা দাস জানান, এই নির্মল বিদ্যালয় অভিযানে প্রতিদিন কী কী কর্মসূচি পালন করতে হবে তা ব্লক স্তরের কর্মশালা শিবিরে সকল বিদ্যালয়ের প্রতিনিধিদের সবিস্তারে বোঝানো হয়েছে। কোভিডের জন্য গত দুই বছর এই কর্মসূচি বন্ধ ছিল। এ বছর প্রতিটি বিদ্যালয় থেকেই পড়ুয়াদের ভালো অংশগ্রহণ চোখে পড়ছে বলে তিনি জানান। প্রতি বিদ্যালয়ে আগামী এক পক্ষকাল জুড়ে প্রতিদিন এভাবেই সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন।
advertisement
advertisement
Rakesh Maity
Location :
First Published :
September 16, 2022 3:30 PM IST