নারী পাচার, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ হত্যার বিষয়ে সমাজে সচেতনতার বার্তা দিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উলুবেড়িয়া মহিলা থানার উদ্যোগে আমতার 'স্বপ্ন দেখার উজান গাঙ' নামক স্বেচ্ছাসেবী সংগঠন ও হাওড়া জেলা চাইল্ড লাইনের সহযোগিতায় বৃহস্পতিবার উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হল 'স্বয়ংসিদ্ধা' শীর্ষক বিশেষ সচেতনতা শিবির। এই শিবিরে অংশ নিয়েছিলেন এলাকার বেশ কিছু কিশোরী, যুবতী সহ মহিলারা।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! ফুলেশ্বর ও চেঙ্গাইল স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে মৃত এক প্রৌঢ়
পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন ও চাইল্ড লাইনের প্রতিনিধিরা এদিন সংশ্লিষ্ট বিষয়ের উপর শিবিরে উপস্থিত কিশোরী, যুবতী ও মহিলাদের সামনে সবিস্তারে আলোচনা করেন। নারীপাচার রোধে কী করণীয়, বা বাল্যবিবাহ রোধে কী পদক্ষেপ নিতে হবে তা খুব সহজভাবে বুঝিয়ে দেন পুলিশ আধিকারিকরা। এ দিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার ওসি পিঙ্কি চক্রবর্তী, বহিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও চাইল্ড লাইনের সদস্যরা। সমাজে সচেতনতার বীজ বপনে পুলিশের এহেন উদ্যোগে খুশি স্থানীয় মহিলারা।
Rakesh Maity