আরও পড়ুন: প্রতিমা শিল্পীদের থেকেও এখন বেশি ব্যস্ত, দেবী সেজে ওঠেন ওঁদের হাতযশেই
কমনওয়েলথ গেমসে সোনা জিতে সাড়া ফেলে দিয়েছিলেন অচিন্ত্য। কিন্তু এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ্যতামান পেরোতে না পারায় তিনি চিনের বিমানে ওঠার সুযোগ পেলেন না। যদিও অচিন্ত্যর গ্রাম দেউলপুরের মানুষ আশা করেছিল কমনওয়েলথের পর এশিয়ান গেমসেও সোনা জিতবে তাঁদের ঘরের ছেলে। কিন্তু সে আশা পূরণ হচ্ছে না দেখে সকলেই হতাশ। তবে এশিয়ান গেমসের ট্রায়ালে অচিন্ত্যর ব্যর্থতায় অবাক বিশেষজ্ঞরাও।
advertisement
কমনওয়েলথ গেমসে স্ন্যাচে ১৪৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি ওজন তুলে সোনা জিতে ছিলেন অচিন্ত্য শিউলি। কিন্তু এবার ট্রায়ালে ব্যর্থ হওয়ায় এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েন। এই প্রসঙ্গে অচিন্ত্যর দাদা অলোক শিউলি বলেন, চোটের জন্যই এমনটা হল। যদিও এশিয়ান গেমসে ও আবার আমাদের মুখ উজ্জ্বল করবে এমন আশা ছিল। তবে প্যারিস অলিম্পিকে অচিন্ত্য আবার ভারতীয় দলে ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অচিন্ত্যর মা পূর্ণিমাদেবী জানান, খবরটা শুনেই খারাপ লেগেছে। সকলে আশা করেছিল এবারও পদক নিয়ে ফিরবে। কিন্তু চোটের কারণে অংশগ্রহণই করতে পারল না।
রাকেশ মাইতি