TRENDING:

Howrah News: এশিয়ান গেমসের ট্রায়ালে অচিন্ত্য ব্যর্থ হতেই মন খারাপ দেউলপুরের

Last Updated:

কমনওয়েলথ গেমসে সোনা জিতে সকলের মনে আশা বাড়িয়ে দিয়েছিলেন হাওড়ার দেউলপুরের অচিন্ত্য শিউলি। কিন্তু চোটের কারণে এশিয়ান গেমসে সুযোগ না পাওয়ায় মন খারাপ প্রতিবেশীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: কমনওয়েলথ গেমসে সোনা জয়ী হাওড়ার গর্ব অচিন্ত্য শিউলি জায়গা পেলেন না এশিয়ান গেমসের টিমে। দেশের এই সেরা ভারোত্তলকের নাম এশিয়ান গেমসের তালিকায় না দেখ হতাশ গ্রামবাসী। উল্লেখ্য করোনার কারণে পিছিয়ে যাওয়া ১৯ তম এশিয়ান গেমসের আসর বসতে চলেছে চিনে।
advertisement

আরও পড়ুন: প্রতিমা শিল্পীদের থেকেও এখন বেশি ব্যস্ত, দেবী সেজে ওঠেন ওঁদের হাতযশেই

কমনওয়েলথ গেমসে সোনা জিতে সাড়া ফেলে দিয়েছিলেন অচিন্ত্য। কিন্তু এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ্যতামান পেরোতে না পারায় তিনি চিনের বিমানে ওঠার সুযোগ পেলেন না। যদিও অচিন্ত্যর গ্রাম দেউলপুরের মানুষ আশা করেছিল কমনওয়েলথের পর এশিয়ান গেমসেও সোনা জিতবে তাঁদের ঘরের ছেলে। কিন্তু সে আশা পূরণ হচ্ছে না দেখে সকলেই হতাশ। তবে এশিয়ান গেমসের ট্রায়ালে অচিন্ত্যর ব্যর্থতায় অবাক বিশেষজ্ঞরাও।

advertisement

কমনওয়েলথ গেমসে স্ন্যাচে ১৪৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি ওজন তুলে সোনা জিতে ছিলেন অচিন্ত্য শিউলি। কিন্তু এবার ট্রায়ালে ব্যর্থ হ‌ওয়ায় এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েন। এই প্রসঙ্গে অচিন্ত্যর দাদা অলোক শিউলি বলেন, চোটের জন্যই এমনটা হল। যদিও এশিয়ান গেমসে ও আবার আমাদের মুখ উজ্জ্বল করবে এমন আশা ছিল। তবে প্যারিস অলিম্পিকে অচিন্ত্য আবার ভারতীয় দলে ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অচিন্ত্যর মা পূর্ণিমাদেবী জানান, খবরটা শুনেই খারাপ লেগেছে। সকলে আশা করেছিল এবারও পদক নিয়ে ফিরবে। কিন্তু চোটের কারণে অংশগ্রহণ‌ই করতে পারল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এশিয়ান গেমসের ট্রায়ালে অচিন্ত্য ব্যর্থ হতেই মন খারাপ দেউলপুরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল