South 24 Parganas News: প্রতিমা শিল্পীদের থেকেও এখন বেশি ব্যস্ত, দেবী সেজে ওঠেন ওঁদের হাতযশেই

Last Updated:

মা দুর্গা সেজে ওঠেন জয়নগরের দাসপাড়ার অলঙ্কার শিল্পীদের তৈরি গয়নায়

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: দুর্গাপুজোর ঢাকে কাটি পড়তে আর মাসখানেকের অপেক্ষা। অবশ্য এখন মহালয়ারও বেশ কিছুদিন আগে থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে। তার আগে এখন সর্বত্র পুজোকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। জোরকদমে চলছে প্রস্তুতি। এই মুহূর্তে ব্যস্ততা চরমে প্রতিমার অলঙ্কার শিল্পীদের। নাওয়া খাওয়ার ভুলে কাজ করছেন তাঁরা। কারণ বাকিদের পুজো যখন শুরু হয় তার বেশ কিছুদিন আগেই যাবতীয় কাজ ডেলিভারি করে দিতে হয় প্রতিমার অলংকার শিল্পীদের। তাই এই মুহূর্তে তাঁরা বোধহয় মৃৎশিল্পীদের থেকেও বেশি ব্যস্ত।
প্রতিমার গয়না শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয় মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর রকমারি গয়নার সেট ও ডাকের সাজ। প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে শোলার গয়না গুরুত্বপূর্ণ ভুমিকা নেয়। বাপ-ঠাকুরদার হাত ধরে শোলার গহনা তৈরি ও ডাকের সাজে হাত পাকিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দাস পাড়ার এই প্রতিমার সাজ শিল্পীরা। বংশপরম্পরায় ধরে এই কাজী করে আসছেন তাঁরা। এটাই তাঁদের জীবিকা। দুর্গাপুজোর আগে এই মানুষগুলোর ব্যস্ততা তুঙ্গে ওঠে। এই সময় কয়েক মাস প্রতিমার অলঙ্কার, ডাকের সাজ তৈরি করে যে আয় হয় তা দিয়েই সারা বছর সংসার চালান।
advertisement
advertisement
দাসপাড়ায় গিয়ে জানা গেল, পরিবারের সবাই যদি কাজে হাত লাগায় তবে একটি প্রতিমার সাজ তৈরি করতে সময় লাগে এক সপ্তাহ। বিভিন্ন উচ্চতার প্রতিমার জন্য প্রতিটা সেটের সাজ তৈরি করতে খরচ হয় ৩ হাজার হাজার টাকা থেকে শুরু ১০ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন সাজের মধ্যে এখানে তৈরি হয় প্রতিমার মুকুট, আঁচল, চালি, বুক চেলি, ঘাড় বেণী, কলকা ও কান মোগর প্রভৃতি। গহনার সেট তৈরি হওয়ার পরে কলকাতার বড় বাজার থেকে কুমোরটুলি সমস্ত জায়গায় পাইকারি হিসেবে চলে যায় এগুলো।
advertisement
এখানকার শিল্পীদের আক্ষেপ, সরকার অন্যান্য অনেক শিল্পকে কুঠির শিল্পের মর্যাদা দিলেও তাঁরা সেটা পাননি। ফলে ব্যবসা বাড়ানোর জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পান না। তাছাড়া প্রতিমার অলঙ্কার তৈরির কাজে সরকারের থেকে প্রযুক্তিগত সাহায্য পায় না এই মানুষগুলো। সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই শিল্প আরও উন্নতি লাভ করবে বলে তাঁদের আশা। না হলে নতুন প্রজন্ম এই শিল্প থেকে মুখ ঘুরিয়ে নেবে বলে আশঙ্কার কথাও শোনালেন জয়নগরের শিল্পীরা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রতিমা শিল্পীদের থেকেও এখন বেশি ব্যস্ত, দেবী সেজে ওঠেন ওঁদের হাতযশেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement