Alipurduar News: হাসিমারা বাজার যেন নরককুণ্ড, জিনিস কিনতে এসে নাজেহাল চা শ্রমিকরা

Last Updated:

জল-কাদায় বেহাল অবস্থা আলিপুরদুয়ারের হাসিমারা বাজারের, জিনিস কিনতে এসে বিপাকে পড়ছেন চা শ্রমিকরা

+
title=

আলিপুরদুয়ার: হাসিমারা থেকে জয়গাঁ পর্যন্ত বসবাসকারী প্রায় ছয় হাজার মানুষের একমাত্র ভরসা হাসিমারা বাজার। কিন্তু সেই বাজার‌ই পরিণত হয়েছে নরককুণ্ডতে। কবে তার হাল ফিরবে জানে না কেউ।
এই এলাকায় মূলত চা বাগানের শ্রমিকদের বসবাস। হাসিমারা বাজারের উপর তাঁরাই বিশেষভাবে নির্ভরশীল। সাঁতালি, দলসিংপাড়া, তোর্ষা, মহুয়া সহ আরও কয়েকটি চা বাগানের শ্রমিকরা হাসিমারা বাজারের ওপর নির্ভর করে থাকেন। এই বাজারে দোকানের সংখ‍্যা শতাধিক। বাজারের ভেতর ব‍্যবসায়ীরা থাকেন। পাশাপাশি বাইরেও পসরা সাজিয়ে বসেন অনেকে। কিন্তু এই গোটা বাজার চত্বর জল-কাদায় পরিপূর্ণ। ফলে বর্ষাকাল পড়তেই বাজারে এসে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। একই সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও। সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে থাকে, তাতে একটি কাদা। নাকে রুমাল চাপা দিয়ে বাজার করেন ক্রেতারা।
advertisement
advertisement
এলাকায় অন‍্য কোনও বাজার না থাকার কারণে বাধ্য হয়ে ‘নরককুণ্ড’ হাসিমারা বাজারেই আসতে হচ্ছে ক্রেতাদের। এই বাজারটি কালচিনি পঞ্চায়েত সমিতির অন্তর্গত। বাজারের বেহাল দশা প্রসঙ্গে সেখানকার এক ব্যবসায়ী বলেন, একহাঁটু জল পেড়িয়ে বাজারে প্রবেশ করতে হয়। তারপর দোকানের পসরা সাজিয়ে ব‍্যবসা করি। জল-কাদায় জিনিস নষ্ট হওয়ার ভয় থাকে। আমরা খাজনা দিই,।তবুও এই পরিস্থিতি। এদিকে ক্রেতারা জানান, হাসিমারা বাজারের এই বেহাল পরিস্থিতি দীর্ঘদিনের।এলাকায় আর অন্য কোন‌ও বাজার নেই দেখেই এখানে আসতে হয়। তাঁরা দ্রুত প্রশাসনের কাছে বাজারের হাল ফেরানোর আর্জি জানিয়েছেন।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাসিমারা বাজার যেন নরককুণ্ড, জিনিস কিনতে এসে নাজেহাল চা শ্রমিকরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement