Nadia News: একটু বৃষ্টিতেই কৃষ্ণগঞ্জে ধসে গিয়েছিল রাস্তা, খবরের জেরে দ্রুত শুরু হল মেরামতি
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সামান্য বৃষ্টিতে ধস নেমেছিল নদিয়ার কৃষ্ণগঞ্জের রাস্তায়। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়াতেই শুরু হল মেরামতির কাজ
নদিয়া: গত শনিবার আপনাদের সামনে নিউজ ১৮ বাংলা তুলে ধরেছিল কৃষ্ণগঞ্জে নতুন রাস্তা উদ্বোধনের ২০ দিনের মধ্যে কীভাবে ধসে গিয়েছে। সেই খবরের জেরে দ্রুত নড়েচড়ে বসল প্রশাসন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাস্তা মেরামতির কাজ শুরু করলো পূর্ত দফতর।
নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিবনিবাসে উদ্বোধনের মাত্র ২০ দিনের মধ্যে সামান্য বৃষ্টিতেই ভয়াবহভাবে ধসে যায় রাস্তা। তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী অভিযোগ করে নিম্নমানের সামগ্রী দিয়ে এই গুরুত্বপূর্ণ রাস্তা তৈরির কারণেই এমন পরিণতি।
advertisement
advertisement
শুক্রবার রাতে শিবনিবাস মন্দিরে যাওয়ার চূর্ণী নদীর সেতুতে ওঠার মুখে পিডব্লিউডির নবনির্মিত এই রাস্তায় ফাটল ধরে। এর ফলে ওই সেতুতে ওঠা কার্যত বন্ধ হয়ে যায়। এরপর বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনকে। রাতের বৃষ্টির পর শনিবার সকালে সেই ফাটল ভয়ঙ্কর রূপ ধারণ করে গভীর ধসের সৃষ্টি হয়। রাস্তাটি একটা দিক পুরোপুরি ধসে যায়। দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি রাস্তায় গার্ডওয়াল বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
advertisement
বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হওয়ার পরই রবিবার সকাল থেকেই পূর্ত দফতর মেরামতির কাজ শুরু করে দেয়। এতে খুশি ওই এলাকার বাসিন্দারা।
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2023 3:27 PM IST










