West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Update
জানা গিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি স্কুলে উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের স্ট্রং রুম হয়েছে। সেখানেই রয়েছে শনিবার হয়ে যাওয়া ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের উলুবেড়িয়া দু- নাম্বার ব্লকের বিভিন্ন বুথের ব্যালট বাক্স। ভোটের দিন জেলার বিভিন্ন প্রান্তে বুথ দখল ছাপ্পা ভোটের অভিযোগ তীব্র। ইতি মধ্যেই জেলার একাধিক বুথে পুনরায় ভোট গ্রহণ হবে সোমবার। আগামী ১১ ই জুলাই ভোট গণনা। তবে তার আগেই অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে সেখানেই লোকজন নিয়ে ঢোকেন এলাকার বিধায়ক নির্মল মাজি। আঁটোসাটো নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন জনপ্রতিনিধি স্ট্রং রুমে ঢুকলেন এই নিয়েই প্রশ্ন তুলে সোমবার বিক্ষোভে সরব হয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীরা।
advertisement
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
আরও পড়ুন : পঞ্চায়েতের পুনির্বাচনে আজ প্রতি বুথে ‘এক সেকশন’ কেন্দ্রীয় বাহিনী
বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সমস্ত দলের কয়েক হাজার কর্মী-সমর্থক ক্ষুব্ধ। বিরোধী দলের কর্মী সমর্থকরা স্ট্রংরুমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের বিডিও।তাঁদের সামনেই বিক্ষোভ চলে।