TRENDING:

Kalbaishakhi in Howrah- বিধ্বংসী কালবৈশাখী! ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হাওড়া!

Last Updated:

ঘড়ির কাঁটায় বিকাল চারটে ছুঁইছুঁই। হঠাৎই আকাশে মেঘের ঘনঘটা। মুহুর্তের মধ্যে দিনের আলোকে সরিয়ে মেঘের আঁধারে ঢাকল হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চল। হঠাৎই শুরু হল ঝোড়ো হাওয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: ঘড়ির কাঁটায় বিকেল চারটে ছুঁইছুঁই। হঠাৎই আকাশে মেঘের ঘনঘটা। মুহুর্তের মধ্যে দিনের আলোকে সরিয়ে মেঘের আঁধারে ঢাকল হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চল। হঠাৎই শুরু হল ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে এমনই কালবৈশাখীর সাক্ষী থাকল হাওড়াবাসী।
কালবৈশাখীর দাপটে সড়কের উপর ভেঙ্গে পড়ল গাছ
কালবৈশাখীর দাপটে সড়কের উপর ভেঙ্গে পড়ল গাছ
advertisement

শনিবার বিকেল ৪ টে নাগাদ হাওড়ার আমতা, বাগনান, উদয়নারায়ণপুর, শ্যামপুর, উলুবেড়িয়া, পাঁচলা সহ হাওড়া সদর বিস্তৃর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয়৷ বেশ কিছুক্ষণ চলে ঝোড়ো হাওয়ার দাপট। নামে প্রবল বৃষ্টি। মুহুর্তের কালবৈশাখীতে কিছুটা বিঘ্নিত হয় যান চলাচল। ঝড়ের দাপটে জাতীয় গ্রামীণ সড়কের উপর ভেঙ্গে পড়ে গাছের ডাল পালা। কোথাও আবার গাছ উপড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টি উপেক্ষা করেই যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর হয় পুলিশ প্রশাসন।

advertisement

আরও পড়ুন- এই গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ে! আঁতকে ওঠেন অন্য গ্রামের বাসিন্দারা! কারণ শুনলে চমকে যাবেন

ঝড়বৃষ্টির জেরে প্রায় ২-৩ ঘণ্টা ইলেক্ট্রিক পরিষেবা ব্যহত হয়ে পড়ে। ঝড়-বৃষ্টির দাপট কম হলেও ভোগান্তির শেষ নেই কর্মসংস্থান থেকে ফিরতি মানুষের। এই দুর্যোগে যানবাহনের সংখ্যাও রাস্তাঘাটে বেশ কম। বহু মানুষ বাড়ি ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে রাস্তার ধারে বা বাসস্টপে। ধুলোগোর ফটিকগাছি রোডে দেখা যায়, প্রাণ হাতে করে যেকোন প্রকারে বাড়ি ফেরার চেষ্টা যাত্রীদের। দুর্ভোগে পড়েন রেল যাত্রীরাও। ঝড় বৃষ্টির জন্য অনেকেই সঠিক সময়ে স্টেশনে এসে পৌঁছতে পারেননি।

advertisement

আরও পড়ুন- এই গ্রামে কালী প্রতিমার দাম শুনলে চমকে যাবেন! ৩৫০ বছরের রীতি আজও অটুট!

এদিন অনেকেই ছাতা ছাড়াই কর্মস্থলে আসেন। বাড়ি ফেরার সময় যে এমন ঝড় বৃষ্টি হবে, তা তারা ভাবতেও পারেননি। ফলে একপ্রকার কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হয় তাদেরকে। যদিও আবহাওয়া দফতর আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল কিছু জেলায় ঝড় বৃষ্টি হবে।

advertisement

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Kalbaishakhi in Howrah- বিধ্বংসী কালবৈশাখী! ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হাওড়া!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল