Howrah News- এই গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ে! আঁতকে ওঠেন অন্য গ্রামের বাসিন্দারা! কারণ শুনলে চমকে যাবেন
Last Updated:
বছরের প্রায় ৮-১০ মাস জলমগ্ন হয়ে থাকে এই গ্রাম। ফলে নোংরা জল পেরিয়ে এই গ্রামে কেউ বিবাহযোগ্য মেয়েদের দেখতে আসেন না৷ বাইরে থেকে আত্মীয়-স্বজনও আসতে নারাজ এখানে৷
#হাওড়া: গ্রামের নাম শুনলেই, এই গ্রামের মেয়েদের বিয়ে করতে চান না অন্য গ্রামের ছেলেরা! কারণ শুনলে অবাক হবেন৷ হাওড়া পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মল্লিক পাড়া। শতাধিক পরিবারের বাস এই গ্রামে৷ বৈশাখ-জৈষ্ঠ্য মাসে সাধারণত জলের অভাব দেখা দেয় বহু এলাকায়। নদী-নালা খাল-বিলের জল শুকিয়ে যায়, চাষের জমি হয়ে যায় ফুটিফাটা। সেখানে এই গ্রামে উল্টো ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়৷
এলাকায় বৃষ্টির জেরে গোড়ালি সমান জল জমে, কোথাও বা তারও বেশি। বৃষ্টির সময় তো হাঁটু বা কোমর সমান জল জমে থাকে৷ আর বর্ষাকাল হলে তো আরও দুরবস্থা৷ গোটা গ্রামটাই যেন জলে ভাসছে৷ বছরের প্রায় ৮-১০ মাস জলমগ্ন হয়ে থাকে এই গ্রাম। ফলে নোংরা জল পেরিয়ে এই গ্রামে কেউ বিবাহ যোগ্য মেয়েদের দেখতে আসেন না৷ বাইরে থেকে আত্মীয়-স্বজনও আসতে নারাজ এখানে৷
advertisement
advertisement
এছাড়া, এলাকায় সাপ পোকা-মাকড়ের উপদ্রব তো আছেই৷ এলাকার মানুষের অভিযোগ, অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়েছে। জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোনও রকম সুরাহা মেলেনি৷
advertisement
যদিও পাঁচপাড়া পঞ্চায়েত প্রধান শেখ মিনু মমতাজ বলেন, এই সমস্যার কথা তাঁর অজানা৷ পঞ্চায়েত সদস্য একথা জানায়নি তাঁকে। তিনি আরও বলেন, যদিও জলের সমস্যা কমবেশি অনেক এলাকায় রয়েছে। কিন্তু যেখানে বেশি জল জমে থাকে, সেখানে পঞ্চায়েতের পক্ষ থেকে পাম্পের ব্যবস্থা করা হয়। এলাকার পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যাবার আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষ দুর্ভোগে থাকবেন এটা তিনি কখনোই চান না বলে জানান পঞ্চায়েত প্রধান।
advertisement
এখন দেখার, এই জল-যন্ত্রণা থেকে কবে মুক্তি পায় এলাকাবাসী৷ সেই আশায় দিন গুনছেন তাঁরা।
Rakesh Maity
Location :
First Published :
May 21, 2022 4:16 PM IST