TRENDING:

Howrah News|| বছর ঘুরলেও খোলেনি ডেল্টা জুটমিল! অসহায়তার জীবন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক

Last Updated:

Thousands of workers unemployed Sankrail Delta jute: কর্মহারা কয়েক হাজার শ্রমিক, পরিবারে অচল অবস্থা,পাট চাষ ও শিল্পে বাংলার নাম দেশজুড়ে। সে সময় অর্থাৎ কয়েক শতাব্দী আগে বাংলার বুকে রমরমিয়ে পাট শিল্প গড়ে ওঠে, এক এক করে বন্ধ হচ্ছে মিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: কর্মহারা কয়েক হাজার শ্রমিক, পরিবারের অচল অবস্থা। পাট চাষ ও শিল্পে বাংলার নাম দেশজুড়ে। সে সময় অর্থাৎ কয়েক শতাব্দী আগে বাংলার বুকে রমরমিয়ে পাট শিল্প গড়ে ওঠে। জেলার মধ্যে হাওড়ায় নদী তীরবর্তীতে একাধিক মিল রয়েছে, প্রায় প্রতিটি জুট বা কটন মিলই রমরমিয়ে চলত। প্রায় অধিকাংশ মিলেই হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ছিল, গত কয়েক দশকে এক এক করে বন্ধ হচ্ছে মিলের দরজা, তাতেই সমস্যার সম্মুখীন হচ্ছে শ্রমিক-সহ পরিবার।
advertisement

হাওড়া সাঁকরাইল অন্তর্গত মানিকপুর ডেল্টা জুট মিল গত প্রায় এক বছর বন্ধ তাতে কর্মহারা প্রায় চার হাজার শ্রমিক।‌ শ্রমিকদের কথায় জানা যায়, একাধিকবার বন্ধ হয়েছে মিলের দরজা আবার পুনরায় খুলেছে। তবে এই সময় টানা এগারো মাস মিলের দরজা বন্ধ, সংসারে অচল অবস্থা দেখা দিয়েছে। নিরুপায় বহু কষ্টে কারও কাজ জুটেছে, কারও বা জোটেনি, বহু শ্রমিক এখনও দিনমজুর, কাজ করে অল্প পারিশ্রমিক মেলে, আবার প্রতিদিন জোটে না কাজ, একপ্রকার আধবেলা, আধপেটা খেয়েও দিন কাটাতে হয়।

advertisement

আরও পড়ুনঃ পুজোর আগেই তলিয়ে যাবে কালীমন্দির! গঙ্গার রাক্ষুসে ভাঙনে ত্রস্ত সামশেরগঞ্জ

মিল বন্ধ হওয়ায় যেমন কর্মরত শ্রমিক সমস্যায় পড়েছেন সেই সঙ্গে কয়েক বছর বা এক-দু দশক আগে মিল থেকে অবসর হয়েছেন যে সমস্ত শ্রমিক, তাদেরও পিএফ গ্রেচ্যুইটির টাকা মেলেনি এমনও অভিযোগ রয়েছে শ্রমিকদের। এই বিষয়ে ইউনিয়ন (BCMU) সম্পাদক মহম্মদ মহসিন লস্কর বলেন, "একাধিকবার মিল কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে তবে কোনওভাবেই সুরাহা হয়নি। মিল খোলা এবং শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর দাবিতে একাধিক বার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, তবে তাতেও কিছু হয়নি।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News|| বছর ঘুরলেও খোলেনি ডেল্টা জুটমিল! অসহায়তার জীবন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল