আরও পড়ুন: উলুবেড়িয়ার আনন্দময়ী কালী মন্দিরে ভক্তের ঢল
আরও পড়ুন: বৃষ্টি হলেই ডুবছে রাস্তা, জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে এ গ্রামের মানুষ?
দীর্ঘ দু-বছর পর, আবার সাড়ম্বরে দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব। রাখি এখন ঘরে ঘরে, সমস্ত ধর্মের উৎসব। বিভিন্ন স্কুল ও কলেজেও এই অনুষ্ঠান হয় ৷ এবার হাওড়ার শালকিয়ার প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারকের হাত ধরে উৎসব আরও বর্ণময়। হাতে রাখির বাঁধন সঙ্গে মিষ্টির প্লেটে ও থাকবে রাখি, এমনটাই হতে চলেছে এই রাখি উৎসবে। রংবেরঙের রাখি সন্দেশ ও রাখি কেক সাজানো রয়েছে র্যাকে! ক্রেতাদের পছন্দ মতো অর্ডার করলেই মিলছে রাখি কেক ও রাখি সন্দেশ। উৎসবে এ যেন অতিরিক্ত পাওনা মনে করছেন ক্রেতারা, এক ক্রেতার কথায় রাখি উৎসব আরো বেশি আনন্দের আরও বর্ণময়।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
August 11, 2022 2:12 PM IST





