Howrah News: বৃষ্টি হলেই ডুবছে রাস্তা, জল ‌যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে এ গ্রামের মানুষ?

Last Updated:

রাস্তায় জমা জল দুর্ভোগে হাজারো মানুষ, রাস্তায় জল থই থই কোথাও পায়ের পাতা ডুকছে কোথাও বা হাঁটু ছুঁই। পাঁচলা ব্লকের চরা পাঁচলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাট পাঁচলা থেকে চড়া পাঁচলা যেতে হিমশিম খাচ্ছে মানুষ।

+
বৃষ্টি

বৃষ্টি হলে ডুবছে রাস্তা সমস্যায় হাজারো মানুষ

#হাওড়া: রাস্তার বেহাল অবস্থা সমস্যায় হাজারো মানুষ, বৃষ্টি হলে সেই সমস্যা বেড়ে যায় কয়েক গুণ। বৃষ্টি হলে জল থই থই রাস্তা, কোথাও পায়ের পাতা সমান কোথাও বা হাটু। স্থানীয় মানুষের অভিযোগ নর্দমায় থাকা নোংরা, আবর্জনা মেশা জল পেরিয়েই যাতায়াত। এই দুর্ভোগ থেকে মুক্তি পায়নি এলাকার স্কুল পড়ুয়া। বর্ষা এলেই কয়েক বছর ভোগান্তির শিকার স্থানীয় মানুষ, পাঁচলা ব্লকের চরা পাঁচলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাট পাঁচলা থেকে চড়া পাঁচলা যাবার পথ।
স্থানীয় এক ব্যক্তি জানান, এই খানাখন্দে ভরা রাস্তা হেঁটেই পারাপার করে বহু মানুষ তবে তাদেরও মহাসমস্যায় পড়তে হয়। গাড়ি বা বাইকের চাকায় জল ছিটকে  উঠছে গায়ে, এই ঘটনা প্রায় ঘটতে দেখা যাচ্ছে। একটু অসাবধান হলেই সমস্যা, হাট বাজার এলাকার ব্যবসায়ীরা মাঝেমধ্যে জল সরানোর চেষ্টা করছে তবে সে চেষ্টা অনেক অংশেই বৃথা কারণ নিকাশি ব্যবস্থা যে ঠিক নেই।
advertisement
advertisement
পাঁচলা ব্লকের চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচলা হাট বাজার থেকে চড়া পাঁচলা পর্যন্ত যাবার প্রায় দুই কিলোমিটার এই রাস্তার বেহালদশা। এ কথা নিজে মুখের স্বীকার করেন, চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েত প্রধান হেমন্ত রায়। তিনি জানান রাস্তাটি জেলা পরিষদের অন্তর্ভুক্ত, রাস্তা খারাপ হওয়ার কারণে মানুষের দুর্ভোগ কয়েক বছর ধরে লেগে রয়েছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।
advertisement
স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন এই সমস্যা, রাস্তা লাগোয়া গ্রাম পঞ্চায়েত। স্থানীয়রা জানায় পঞ্চায়েত বৃষ্টি হলে রাস্তার কি পরিণতি তা দেখছে, তবে ব্যবস্থা গ্রহণ করেনি।
RAKESH MAITY
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বৃষ্টি হলেই ডুবছে রাস্তা, জল ‌যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে এ গ্রামের মানুষ?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement