TRENDING:

Howrah News: দোকানে চুরি করছে চোর, সবকিছু পরিষ্কার ধরা পড়ল সিসিটিভি-তে!

Last Updated:

একেই বলে চোরের কপাল! নিখুত শিল্পীর মত হাতসাফাই সেরে রাতের অন্ধকারে চোর বাবাজি ফিরে গেল বাড়ি। কিন্তু তার অলক্ষ্যেই সবকিছু পরিষ্কার ধরা থাকল সিসিটিভি ক্যামেরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: চোরের চুরি করার দুঃসাহসিক দৃশ্য ক্যামেরাবন্দি। অন্ধকারে অ্যাসবেস্টারের ছাদ ভেঙে দোকান ঢোকে চোর বাবাজি। অন্ধকারের যাতে অসুবিধা না হয় তার জন্য চোরের হাতে ছিল পোর্টেবল লাইট। দোকানের সিসিটিভি ক্যামেরায় এই চোরের কীর্তি পুরোটাই ধরা পড়েছে। যদিও তার যে সমস্ত কু-কীর্তি ক্যামেরাবন্দি হচ্ছে তা ভুলেও টের পায়নি চোর বাবাজি। সবশেষে নগদ ৬৫ হাজার টাকা ও মোবাইল-ল্যাপটপ নিয়ে চম্পট দেয় ওই গুণধর চোর।
advertisement

এখন প্রশ্ন হল কোথায় ঘটেছে এই ঘটনা? ডোমজুড় থানার অন্তর্গত দক্ষিণ বাড়ি রাজাপুর এলাকার এক দোকানে রাতের অন্ধকারে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

সকালে গোটা ঘটনার কথা ডোমজুড় থানায় লিখিতভাবে জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই দোকানের মালিক স্বপন বৈদ্য। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। চুরির দৃশ্যের সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে।

advertisement

আরও পড়ুন: মদের আসরে ফের খুন! অসামাজিক কাজের প্রতিবাদ নাকি পুরনো শত্রুতা, কারণ নিয়ে ধোঁয়াশা

যে দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে সেটি আসলে একটি কেবেলের অফিস। এখানে কেবল রিচার্জ ও ইন্টারনেট রিচার্জ হয়। দোকানের মালিক স্বপন বৈদ্য জানান, "বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করি। শুক্রবার সকালে আমি তখন মাঠে ছিলাম। সেই সময় আমার এক পরিচিত আমাকে ফোন করে বলে অফিসের শাটার ভাঙা। অফিসে এসে দেখি দুটি ল্যাপটপ, একটি মোবাইল ও নগদ প্রায় ৬৬ হাজার টাকা গায়েব। অভিযোগ করি ডোমজুড় থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে অচেনা এক জনকে চুরি করতে দেখা গিয়েছে। তবে লোকাল কেউ এর সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। নাহলে গোপন জায়গাগুলো চোরের পক্ষে জানা সম্ভব নয়‌।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: দোকানে চুরি করছে চোর, সবকিছু পরিষ্কার ধরা পড়ল সিসিটিভি-তে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল