Howrah News: মদের আসরে ফের খুন! অসামাজিক কাজের প্রতিবাদ নাকি পুরনো শত্রুতা, কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

হাওড়ায় মদের আসরে ফের খুন! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

হাওড়া: মদের আসরে ফের খুন। মৃতের নাম রবি রাই (৪২)। হাওড়ার নাজিরগঞ্জের নেপালি পাড়া এলাকার ঘটনা। ওই পাড়াতেই বাড়ি মৃত যুবকের। সূত্রের খবর, শুক্রবার ভোরে মদের আসরে খুন হন ওই ব্যক্তি। প্রাথমিক অনুমান, পুরনো কোন‌ও শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে। যদি মৃতের পরিবারের দাবি, অসামাজিক কাজের প্রতিবাদ করাতেই খুন করা হয় রবিকে। এই ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
মৃত রবি রাইকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। তারা ঘটনাস্থলকে ব্যারিকেড করে ঘিরে দেয়। শুক্রবার বেলার দিকে এসে পৌঁছয় ফরেনসিক টিম। তাঁরা ভাল করে ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন। সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন ফরেনসিক টিমের সদস্যরা।
advertisement
advertisement
এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শিবা ছেত্রি ও শত্রুঘ্ন নামে দু'জনকে আটক করে। যদিও মৃতের পরিবারের অভিযোগ সম্পূর্ণ উল্টো। তাঁদের দাবি, প্রকাশ্য রাস্তার ধারে মদের আসার বসানোর প্রতিবাদ করাতেই রবি রাইকে খুন করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, মদ-জুয়া-লোটো সহ সমস্ত অসামাজিক কাজের প্রতিবাদ করত রবি। সেই কারণেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। পাড়ারই একটি মন্দিরের পাশের মদের ঠেকে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
advertisement
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের ভাইপো আশুতোষ রাই বলেন, কাকাকে খুন করা হয়েছে। পেটে ও গলায় ছুড়ি দিয়ে কোপানোর চিহ্ন আছে। অসামাজিক কাজের প্রতিবাদ করায় এই ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকায় মদের দোকান ও প্রকাশ্য মদ খাওয়া বন্ধ করার দাবি জানান। মৃত রবির ৯ বছরের একটি শিশু আছে। তিনিই সংসারের এক মাত্র রোজগেরে ছিলেন। এরপর কীভাবে সংসার চলবে তা ভেবেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে মৃতের পরিবার। এদিকে প্রতিবেশীরা এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মদের আসরে ফের খুন! অসামাজিক কাজের প্রতিবাদ নাকি পুরনো শত্রুতা, কারণ নিয়ে ধোঁয়াশা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement