সর্বাঙ্গিকভাবে প্রচার চালিয়ে, বহু মানুষ সচেতন হলেও এখনও কিছু অংশের ক্রেতা - বিক্রেতা, সাধারণ মানুষ অসচেতন, তা স্পষ্ট। এখনও নজরে আসে বাজার দোকানে গেলে। যদিও নিষিদ্ধ প্লাস্টিক মজুত এবং ব্যবহার করলে উভয় ক্ষেত্রেই জরিমানা ধার্য করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুসারে জেলা জুড়ে চলছে কঠোর নির্দেশিকা পরিবেশ রক্ষার্থে নিষিদ্ধ অর্থাৎ একক ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য বন্ধ।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কে খোলা বাতি স্তম্ভের জয়েন্ট বক্স! বিপদের আশঙ্কা
তবে অন্য চিত্র, হাওড়া সাঁকরাইল ব্লকে, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে সাঁকরাইল ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার মোড় জনবহুল। নিয়ম করে শুরু হয়েছে অভিনব পন্থায় প্রচার। রাস্তার মোড় বা জনবহুল স্থানে অনুষ্ঠিত হচ্ছে পথনাটিকা, নাটক দেখতে পথ চলতি মানুষ ভিড় জমাচ্ছেন, উঁকি দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ২৫ থেকে ৩০ মিনিটের নাটক, গল্প বা নাটকের মাধ্যমে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে অবগত করা।
আরও পড়ুনঃ অন্ধকারাচ্ছন্ন রাস্তায় পঞ্চায়েতের তৎপরতায় ফিরল আলো
নাটকের বিষয়বস্তু একক ব্যবহৃত প্লাস্টিক বর্জনে সাধারন মানুষকে এগিয়ে আসতে হবে, সেই বার্তা নিয়েই রাস্তার মোড় বাজার জনবহুল এলাকায় নিয়ম অনুসারে অনুষ্ঠিত হচ্ছে পথনাটিকা। প্রসঙ্গত সাঁকরাইল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নাজিরুদ্দিন সরকার জানান, পোস্টার, ব্যানার,মাইকিং, ডিসপ্লে বোর্ড, লিফলেট বিলির পাশাপাশি পথনাটিকা। পথনাটিকার মাধ্যমে বহু মানুষ সচেতন হচ্ছে তা স্পষ্ট। তবে আরও কিভাবে মানুষকে এ বিষয়ে সচেতন করা যায় এবং নিষিদ্ধ পলিথিন বর্জন করতে বিভিন্ন ভাবে উদ্যোগ নেয়া হচ্ছে।
Rakesh Maity