হাওড়ার এই প্রশিক্ষণে দুই দিনব্যাপী স্পোর্ট ক্লাইম্বিং এর সেমিনার অনুষ্ঠিত হয়। হাওড়া ডিস্ট্রিক মাউন্টেন নার্স এন্ড টেকার্স অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান মাউন্টেনারিং ফাউন্ডেশন ইস্ট জোন কমিটি যৌথ উদ্যোগে। যেখানে ৫৩ জন প্রতিযোগী হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
আরও পড়ুনঃ সততা রিকশা চালকের, টাকা সমেত ম্যানিব্যাগ ফিরিয়ে দিলেন ব্যগের মালিককে
advertisement
প্রতিষ্ঠান সম্পাদক সরাজ ঘোষ জানান, স্পোর্ট ক্লাইমিং একটি আলাদা খেলা হিসাবে নতুন করে পরিচিতি পেয়েছে, অলিম্পিকে যুক্ত হবার পর। তিনি আরো জানান, আগে নির্দিষ্ট সংখ্যক মানুষ পাহাড়ে যেত আজকাল সেই সংখাটা অসংখ্য।
আরও পড়ুনঃ নদী গর্ভে চলে যাচ্ছে খেলার মাঠ,বাঁচানোর দাবি আট থেকে আশি সকলের
পাহাড়ে ঘুরতে যাওয়া আর পাহাড়ে ট্রেকিং করতে যাওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা। উপযুক্ত অভিজ্ঞতার অভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি। সবদিক থেকে এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা প্রয়োজন।
Rakesh Maity