সেই সমস্ত মানুষের কথা ভেবে বিগত কয়েক বছর ধরে হাওড়া নাগা বাবা আশ্রমের বিশ্রামের ব্যবস্থা। মেলার বেশ কয়েকদিন আগে থেকে শুরু করে প্রায় এক সপ্তাহ চলে এই পরিষেবা।
advertisement
মূলত যে সমস্ত যাত্রী হাওড়া হয়ে গঙ্গাসাগর মেলায় রওনা দিচ্ছেন। তাদের জন্য বিশ্রাম ও আহারের ব্যবস্থা। হাওড়া স্টেশনের থেকে সামান্য দূরত্বেই রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন নাগা বাবা আশ্রম।এই প্রসঙ্গে নাগা বাবা আশ্রম এর সাধারণসম্পাদক অশোক সাহা জানান, বিভিন্ন রাজ্য এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গা সাগর মেলা উদ্দেশ্যে রওনা দেন।
এর মধ্যে বহু মানুষ হাওড়া হয়ে সাগর মেলায় পৌঁছয়। সেই সমস্ত মানুষের বিশ্রাম থাকা খাওয়ার পাশাপাশি মেডিকেল পরিষেবার প্রয়োজন হয়। সেই দিক গুরুত্ব রেখে বিগত কয়েক বছর ধরে হাজার হাজার পুর্নার্থীদের সপ্তাহব্যাপী পরিষেবা দেয়া হচ্ছে হাওড়া নাগা বাবা আশ্রমের পক্ষ থেকে। গত বছর ২০-২৫ হাজার পুণ্যার্থী যাত্রাপথে আশ্রয় নিয়েছিলেন। এবার সেই সংখ্যার থেকে আরও বাড়বে বলেই আশাবাদী।
রাকেশ মাইতি