TRENDING:

Howrah Ankurhati Market: সস্তায় বস্তা বস্তা পোশাক! অনলাইন শপিংয়ের যুগেও ক্রেতাদের পছন্দ অঙ্কুরহাটি হাট, সারা বছর লেগে থাকে ভিড়

Last Updated:
Howrah Ankurhati Market: সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে অঙ্কুরহাটি পোশাক হাটে হুগলি, কলকাতার পাশাপাশি মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে ক্রেতারা আসেন। এমনকি বিদেশ থেকেও পাইকারি পোশাক ব্যবসায়ীরা এই হাটে পোশাক নিতে আসেন। অন্যান্য বাজারের তুলনায় এখানে পোশাকের বেশ দাম।
advertisement
1/6
সস্তায় বস্তা বস্তা পোশাক! অনলাইন শপিংয়ের যুগেও ক্রেতাদের পছন্দ অঙ্কুরহাটি হাট
অনলাইন শপিংয়ের যুগেও অনেক ক্রেতার প্রথম পছন্দ অঙ্কুরহাটি পোশাক হাট। সাপ্তাহিক এই হাটে রীতিমত ক্রেতা-বিক্রেতার ঢল নামে। অল্প কয়েক বছরেই জনপ্রিয়তা দারুণ, বিপুল পোশাক সম্ভারের কারণে ক্রমশ খুচরো-পাইকারি ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন। তাতেই ১৬ নম্বর জাতীয় সড়কের গতি মন্থর। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/6
সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে অঙ্কুরহাটি পোশাক হাটে হুগলি, কলকাতার পাশাপাশি মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে ক্রেতারা আসেন। এমনকি বিদেশ থেকেও পাইকারি পোশাক ব্যবসায়ীরা এই হাটে পোশাক নিতে আসেন। জাতীয় সড়কের সহজ যোগাযোগ ব্যবস্থা এই পোশাক হাটের জনপ্রিয়তার অন্যতম কারণ।
advertisement
3/6
শুক্রবার করে অঙ্কুরহাটি পোশাক হাটে মানুষের ঢল নামে। দিন যত গড়াচ্ছে, ততই পোশাক হাটের বহর বেড়ে চলেছে। অঙ্কুরহাটির বিস্তীর্ণ এলাকা জুড়ে পোশাক কারিগরদের তৈরি পোশাক এই হাটে বিক্রি হচ্ছে। অন্যান্য বাজারের তুলনায় এখানে পোশাকের দাম কম হওয়ায় ক্রেতারা দারুণভাবে ভিড় জমাচ্ছেন। শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা হাজির। এদিকে এর জেরে সকালের পর থেকে ১৬ নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তব্যরত পুলিশকে হিমশিম খেতে হয়।
advertisement
4/6
অঙ্কুরহাটি পোশাক হাটের কারণে জাতীয় সড়কে যান চলাচলের গতি স্বাভাবিক দিনের তুলনায় শুক্রবার কম হয়ে যায়। এর ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। হাটে আসা মানুষ পোশাক কিনে লেন পেরিয়ে কোলাঘাটগামী লেনে যাওয়ার সময় একাধিকবার সড়ক দুর্ঘটনা ঘটে।
advertisement
5/6
সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এই হাটে সারা বছর মানুষের প্রচুর ভিড় থাকে। এদিকে ব্যস্ত জাতীয় সড়কের ফলে অঙ্কুরহাটি পোশাক হাটে দুর্ঘটনার আশঙ্কাও প্রবল। পোশাক কিনতে অনেকেই বাইক ও টোটোর মত ছোট গাড়ি নিয়ে উপস্থিত হন। কখনও কখনও জাতীয় সড়কের উপরেই সারি দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। ফলে যানজট আরও জটিল চেহারা নেয়।
advertisement
6/6
এই শীতের সময় অঙ্কুরহাটি পোশাকহাটে শীতের পোশাকের বিপুল সম্ভার। ফলে খুচরো ও পাইকারি ক্রেতারা ছুটে আসছেন। দুর্গাপুজো বা ঈদের সময় আরও বেশি সংখ্যক মানুষ হাজির হন। ফলে যানজট আরও বেশি দেখা যায়। যদিও এই যানজট নিয়ন্ত্রণ করতে এবং দুর্ঘটনা কম করতে পুলিশ সজাগ। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah Ankurhati Market: সস্তায় বস্তা বস্তা পোশাক! অনলাইন শপিংয়ের যুগেও ক্রেতাদের পছন্দ অঙ্কুরহাটি হাট, সারা বছর লেগে থাকে ভিড়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল