CCTV Footage: সিসি ক্যামেরায় চাঞ্চল্যকর দৃশ্য, হাওড়ায় বাইক শোরুমে দুষ্কৃতী হানা! উধাও কয়েক লক্ষ টাকা, নষ্ট নথি

Last Updated:

Howrah CCTV Footage: হাওড়ার বাইক শোরুমে দুষ্কৃতীদের তাণ্ডব। হাতিয়ে নিল কয়েক লক্ষ টাকা। নষ্ট করল নথি। পুরো ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়।

+
সিসি

সিসি ক্যামেরার ফুটেজ

বাঁকড়া, রাকেশ মাইতি: বাইকের শোরুমে দুঃসাহসিক চুরি। চুরির ঘটনা সিসি ক্যামেরা বন্দি। রাতের অন্ধকারে শোরুমের পিছন দরজা ভেঙে দুষ্কৃতীদের প্রবেশ। গোটা শোরুম লন্ডভন্ড করে দুষ্কৃতীরা।  শোরুমের একাধিক ড্রয়ার থেকে গুরুত্বপূর্ণ নথি সহ দুই থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা, এমনটাই অভিযোগ।
বাইকের শোরুমের তালা ভেঙে টাকা লুঠ করা হয়েছে। হাওড়া শলপ হাই রোড সংলগ্ন একটি বাইকের শোরুমের ঘটনা। একটি বহুতল বিল্ডিং এর নীচের তলে ছিল একটি বাইকের শোরুম। সেখানেই বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষ শোরুমের ভাঙা দরজা দেখে শোরুম ম‍্যানেজারকে ফোন করেন। ম‍্যানেজার সেখ আমিরুদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে আমি ছুটে আসি। এসে দেখি শোরুমের সমস্ত কিছু তছনছ।
advertisement
advertisement
শোরুমের মেঝতে পড়ে রয়েছে বাইক। টেবিল ড্রয়ার ভেঙে চুরমার। তিনি অভিযোগ করেন, প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের শোরুমে প্রবেশ এবং শোরুমের ড্রয়ার এবং আলমারি হাতানোর  দৃশ্য সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শোরুমের ম্যানেজার। এরপর খবর দেওয়া হয় শোরুম মালিককে। তিনিও খবর শুনেই ছুটে আসেন, খবর দেওয়া হয় পুলিশে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলে জানান শোরুম মালিক।  তিনি আরও বলেন, সবমিলিয়ে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও যথাযথ অবগত নন। তবে বহু টাকা হাতিয়ে নিয়েছে তারা। একইসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ঠ করা হয়েছে। এ প্রসঙ্গে শোরুম মালিক শিহাব রেজাউল মন্ডল জানান, প্রতিদিন রাতে শোরুম লাগোয়া নাইট গার্ড পাহারা দেয়। তারপরেও এমন ঘটনা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CCTV Footage: সিসি ক্যামেরায় চাঞ্চল্যকর দৃশ্য, হাওড়ায় বাইক শোরুমে দুষ্কৃতী হানা! উধাও কয়েক লক্ষ টাকা, নষ্ট নথি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?
শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড়?
  • শীতের দাপট রাজ্যে

  • আপাতত নেই নতুন কোনও সিস্টেম

  • বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?

VIEW MORE
advertisement
advertisement