আরও পড়ুনঃ যোগ্যতা বাছাইয়ে বড় সতর্ক, শুরু KVS–NVS রিক্রুটমেন্ট ২০২৫ রেজিস্ট্রেশন
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির প্লেসমেন্ট এন্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেলের পক্ষ থেকে ২০২৬ সালের জানুয়ারি থেকেই শিক্ষামূলক বিভিন্ন কোর্স শুরু হতে চলেছে। ডব্লিউবিসিএস, ডব্লুবি এস এস সি, ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি, গ্রুপ সি এবং গ্রুপ ডি ( অনলাইন এবং অফলাইন কোর্স।
advertisement
আপার প্রাইমারি, এসএলএসটি (প্রিপারেশন এবং গ্রুমিং) আরআরবি এনটিপিসি অনলাইন কোর্স। ইন্ডাস্ট্রিয়াল সেফটি এন্ড এনভারমেন্টাল ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিং এআই জার্নালিজম। সফট স্কিল এন্ড ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, ক্লিনিক্যাল রিসার্চ এসোসিয়েট, যৌগিক সাইন্স, অ্যাস্থিক স্কিলস, এছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে। যেগুলি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং অন্যান্য প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
খুব সামান্য খরচে ভবিষ্যৎ গড়ার কোর্স। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে খুব সহজে প্রতিষ্ঠিত হওয়া যেতে পারে। বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির প্লেসমেন্ট এন্ড কেরিয়ার কাউন্সিলিং ছেলের দুটি বিভাগ। একটি কম্পারেটিভ পরীক্ষা প্রস্তুতি এবং জব ওরিয়েন্টেড কোর্স।





