Howrah Ankurhati Market: সস্তায় বস্তা বস্তা পোশাক! অনলাইন শপিংয়ের যুগেও ক্রেতাদের পছন্দ অঙ্কুরহাটি হাট, সারা বছর লেগে থাকে ভিড়
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Howrah Ankurhati Market: সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে অঙ্কুরহাটি পোশাক হাটে হুগলি, কলকাতার পাশাপাশি মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে ক্রেতারা আসেন। এমনকি বিদেশ থেকেও পাইকারি পোশাক ব্যবসায়ীরা এই হাটে পোশাক নিতে আসেন। অন্যান্য বাজারের তুলনায় এখানে পোশাকের বেশ দাম।
অনলাইন শপিংয়ের যুগেও অনেক ক্রেতার প্রথম পছন্দ অঙ্কুরহাটি পোশাক হাট। সাপ্তাহিক এই হাটে রীতিমত ক্রেতা-বিক্রেতার ঢল নামে। অল্প কয়েক বছরেই জনপ্রিয়তা দারুণ, বিপুল পোশাক সম্ভারের কারণে ক্রমশ খুচরো-পাইকারি ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন। তাতেই ১৬ নম্বর জাতীয় সড়কের গতি মন্থর। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
advertisement
শুক্রবার করে অঙ্কুরহাটি পোশাক হাটে মানুষের ঢল নামে। দিন যত গড়াচ্ছে, ততই পোশাক হাটের বহর বেড়ে চলেছে। অঙ্কুরহাটির বিস্তীর্ণ এলাকা জুড়ে পোশাক কারিগরদের তৈরি পোশাক এই হাটে বিক্রি হচ্ছে। অন্যান্য বাজারের তুলনায় এখানে পোশাকের দাম কম হওয়ায় ক্রেতারা দারুণভাবে ভিড় জমাচ্ছেন। শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা হাজির। এদিকে এর জেরে সকালের পর থেকে ১৬ নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তব্যরত পুলিশকে হিমশিম খেতে হয়।
advertisement
advertisement
সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এই হাটে সারা বছর মানুষের প্রচুর ভিড় থাকে। এদিকে ব্যস্ত জাতীয় সড়কের ফলে অঙ্কুরহাটি পোশাক হাটে দুর্ঘটনার আশঙ্কাও প্রবল। পোশাক কিনতে অনেকেই বাইক ও টোটোর মত ছোট গাড়ি নিয়ে উপস্থিত হন। কখনও কখনও জাতীয় সড়কের উপরেই সারি দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। ফলে যানজট আরও জটিল চেহারা নেয়।
advertisement






