সেই দিক গুরুত্ব রেখেই সরকারি আধিকারিক বিধায়ক মন্ত্রীদের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করতে দেখা গেছে। একাধিক বার আবেদন করেও মেলেনি সরকারি পরিষেবা! ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ, সর্বোত্ত সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে গেলেও প্রকল্পের সুবিধা পায়নি পাঁচলা বিকিহাকলা গ্রাম পঞ্চায়েতের কোলে পাড়ার মানুষ।
আরও পড়ুনঃ গান ভালবাসেন তাই স্ত্রীর অবহেলা! নিজের দুখী জীবন নিয়েই গান বাঁধলেন এই বাউলশিল্পী
advertisement
এলাকার মানুষের অভিযোগ লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বা পানীয় জলের পরিষেবা, সহ অন্যান্য পরিষেবা থেকে অনেকেই বঞ্চিত। পরিষেবা বা প্রকল্পের সুবিধা নিতে একাধিক বার পঞ্চায়েতের দ্বারস্থ বা দুয়ারে সরকার শিবিরে ফর্ম জমা করা হলেও পরিষেবা মেলেনি! তবে সঠিক কারণ জানা নেই কেন তারা বঞ্চিত। স্থানীয় মানুষের অভিযোগ তাদের ইচ্ছাকৃতভাবেই বঞ্চিত রাখা হয়েছে।
আরও পড়ুনঃ মর্মান্তিক! নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন বৃদ্ধ!
এ প্রসঙ্গে সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান জানান, যে সমস্ত মানুষ পরিষেবা পায়নি তারা পঞ্চায়েতে এলে উপযুক্ত সহযোগিতা করা হবে। যারা পরিষেবা পায়নি তাদের ব্যাংক সংক্রান্ত বা অন্য কোন সমস্যা থাকতে পারে। তাই তারা প্রকল্পের সুবিধা পায়নি, তারা পঞ্চায়েত অফিসে আসলে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।
Rakesh Maity