এলাকার প্রায় ৩০ জন লড়াকু মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে তাদের প্রয়োজনীয় বিভিন্ন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। পাশাপাশি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি পড়ুয়াদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। লড়াকু মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানের পাশাপাশি শিক্ষা নিয়ে কাজ করা আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর প্রতিনিধি দের হাতে বিভিন্ন বই তুলে দেওয়া হয়। এছাড়াও ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় স্তরে মহিলাদের জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় স্মিতার
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার ওসি অজয় সিং, রাজাপুর থানার ওসি অভিষেক দাস, বিশিষ্ট সমাজকর্মী পৃথ্বীশরাজ কুন্তী, জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক মাখাল সহ অন্যান্যরা। প্রয়োজনীয় বই পেয়ে খুশি পড়ুয়ারা। শিক্ষক তরুণ কুমার ধাড়া জানান, প্রতি বছরের মতো এবারও আমরা বইপ্রদানের অনুষ্ঠানের আয়োজন করেছি। এ বছর প্রায় ৩০ জন লড়াকু মেধাবীর হাতে বই তুলে দেওয়া হয়।
Rakesh Maity