Howrah: জাতীয় স্তরে মহিলাদের জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় স্মিতার

Last Updated:

জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় হাওড়ার কন্যা স্মিতা পালের। চলতি বছরে পাঁচ দিনব্যাপী জাতীয় স্তরে জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসামের গুয়াহাটি শহরে।

+
title=

#হাওড়া : জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় হাওড়ার কন্যা স্মিতা পালের। চলতি বছরে পাঁচ দিনব্যাপী জাতীয় স্তরে জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসামের গুয়াহাটি শহরে। ২৭শে আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৫ দিন ব্যাপী এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের ১০টি রাজ্যের মোট ৩২৮ জন জুডো খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় -৪০ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করে ঘিরে ফিরল বাংলার মেয়ে স্মিতা পাল। হাওড়া বালুটিকরির সনাতন পালের একমাত্র কন্যা স্মিতা পাল। শুরু থেকেই খেলার প্রতি দারুন আগ্রহ স্মিতার। তবে তার বাবারও ছিল খেলাধুলা ও সাঁতারের প্রতি নেশা।
 
 
advertisement
সে দীর্ঘদিন সাঁতার প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করতে ছুটে যেতেন শহর হাওড়া থেকে বাগনানে। তার স্বপ্ন ছিল জাতীয় আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তবে সে স্বপ্ন রয়ে গেছে অসম্পূর্ণ। সেই স্বপ্নের আবারও নতুন করে বীজ বোনা মেয়ের হাত ধরে।হাওড়ায় ডা: জিগারো কানো জুডো ট্রেনিং সেন্টারের ছাত্রী স্মিতা পাল।স্বর্ণ পদকের পাশাপাশি হাওড়ার এই ট্রেনিং সেন্টারে আসে টি ব্রোঞ্জ পদক।
advertisement
 
জাতীয় স্তরের এই পদক, অন্যান্য খেলোয়াড়দের প্রভাবিত করবে এবং খেলোয়াড়দের মান আরো উন্নত হবে বলে মনে করছেন হাওড়া ডা: জিগারো কানো জুডো ট্রেনিং সেন্টারের কোচ পার্থ সেনগুপ্ত। জাতীয় স্তরের ' ১ম মহিলা জুডো প্রতিযোগিতা ' মূলত মহিলাদের প্রতিভা তুলে ধরার জন্যই আয়োজিত হয়েছে। তিনি আরো জানান, জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় এই স্বর্ণপদক প্রায় ১৫-২০ বছর পর আবার বাংলায় যা অত্যন্ত গর্বের বিষয়।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: জাতীয় স্তরে মহিলাদের জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় স্মিতার
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement