Howrah: সামনেই পুজো! অঙ্কুরহাটি পোষাক বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের

Last Updated:

মাস পার হলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সাজো সজো রব সর্বত্র, পুজোয় মেতে উঠেছে আপামর বাঙালি। দোকান বাজার সেজে উঠেছে জিনিসপত্রের পসরায়, ইতিমধ্যেই হাটে বাজারে পূজোর রেস, কেনাকাটারও শুরু হয়েছে।

+
title=

#হাওড়া : মাস পার হলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সাজো সজো রব সর্বত্র, পুজোয় মেতে উঠেছে আপামর বাঙালি। দোকান বাজার সেজে উঠেছে জিনিসপত্রের পসরায়, ইতিমধ্যেই হাটে বাজারে পূজোর রেস, কেনাকাটারও শুরু হয়েছে। পুজোর তালে তাল মিলিয়ে হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক মার্কেটে অঙ্কুরহাটি পোষাক হাট, পুজোকে কেন্দ্র করে হাটে বেড়েছে পাইকারি ও খুচরো ক্রেতা। সাপ্তাহিক এই পোশাক বাজারে সারা বছরই হাজারো খুচরো ও পাইকারি ক্রেতা- বিক্রেতার ভিড় থাকে। পুজোর আগে সেই ভিড় কয়েক গুণ। ইতিমধ্যেই পুজোর কেনা বেচাও শুরু হয়েছে।
হাওড়ার মঙ্গলা হাটের পাশাপাশি কয়েক বছরে ক্রমশ জনপ্রিয়তা বেড়েছে অঙ্কুরহাটি সাপ্তাহিক এই পোশাক হাটের। কলকাতা লেনে অঙ্কুরহাটি চেকপোস্ট যাবার কিছুটা আগেই বাম হাতে জাতীয় সড়ক সংলগ্ন অঙ্কুরহাটি পোশাক হাট। কলকাতা দিক থেকে বা হাওড়া শহর থেকে আসা মানুষজন উলুবেরিয়া গামী লেনে নেমে জাতীয় সড়ক পার করে হাটে প্রবেশ করেন।
আরও পড়ুনঃ নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করতে সচেতনতায় হাতিয়ার পথনাটিকা
অন্যদিকে উলুবেরিয়া বা গ্রামীন হাওড়া থেকে মানুষ এসে সহজেই মার্কেটে প্রবেশ করছে, তবে কেনাকাটা শেষে খুচরা ও পাইকারি ক্রেতারা ব্যাগ ও বিশাল প্যাকেট ভর্তি পোষাক নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক পার করে বিপরীত লেনে গিয়ে বিভিন্ন যানবাহন ধরছেন, তাতেই সমস্যা। যদিও সর্বদা মোতায়েন রয়েছে পুলিশ, মার্কেট সংলগ্ন কয়েকশো মিটার সড়ক পুলিশ নজরদারি রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কে খোলা বাতি স্তম্ভের জয়েন্ট বক্স! বিপদের আশঙ্কা
মার্কেটে আসা যাওয়া ক্রেতা বিক্রেতাকে পারাপারে সহযোগিতা করছেন পুলিশ। তবে এর মাঝেই পুলিশের নজর এড়িয়ে সুযোগ বুঝলেই অনেকেই পারাপার করার চেষ্টা করছেন। ভিড় বাড়ছে হাটে, সেই দিক লক্ষ্য রেখে পুলিশের নজরদারিও বেড়েছে, মোতায়েন নিয়েছে পুলিশ।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: সামনেই পুজো! অঙ্কুরহাটি পোষাক বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement