আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য দোষারোপের খেলায় ক্ষুব্ধ ভাঙন বিপর্যস্তরা
ড্রাগস অ্যাবিউজ, অতিরিক্ত মাত্রায় ফাস্টফুড গ্রহণ, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের অপব্যবহার, স্কুল-কলেজে র্যাগিং সহ নানান সামাজিক বিষয় নাটকগুলোর মধ্য দিয়ে উঠে আসে। এটা ছিল ন্যাশনাল পপুলেশন এডুকেশনের অংশ। একাধিক পর্যায়ে হাওড়া জেলাজুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের ১৬ টি ডায়েট ট্রেনিং কলেজের ব্যবস্থাপনায় এই কর্মসূচি হচ্ছে। হাওড়া জেলায় ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনে মোট তিনটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি।
advertisement
প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে একাধিক ছোট নাটক মঞ্চস্থ করে। প্রতিটি নাটক শেষে দর্শক এবং নাটকে অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে চলে প্রশ্নোত্তর পর্ব।
এই প্রসঙ্গে স্কুলের পিন্সিপাল শঙ্কর কুমার দত্ত জানান, সরকারি উদ্যোগে এই কর্মসূচি প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দেওয়া হয়। পি এন মান্না ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক শেখ আক্তার আলি জানান, এনসিআরটি-এর নির্দেশ মত পাঁচটি বিষয়ের উপর এই কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
রাকেশ মাইতি