Malda News: কেন্দ্র-রাজ্য দোষারোপের খেলায় ক্ষুব্ধ ভাঙন বিপর্যস্তরা

Last Updated:

কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানিতে ক্ষুব্ধ মালদহের নদী ভাঙনে বিপর্যস্তরা

+
title=

মালদহ: গঙ্গা ভাঙনের কবলে পড়ে দিশেহারা অসংখ্য পরিবার। কোথায় আশ্রয় নেবেন, কী খাবেন তার কোন‌ও ঠিক ঠিকানা নেই। এমন পরিস্থিতিতে এলাকায় আসছেন একের পর এক জনপ্রতিনিধি। ভাঙন এলাকা পরিদর্শন করে ফিরে যাচ্ছেন। সঙ্গে একরাশ প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। মূলত কেন্দ্র-রাজ্য টানাটানিতে ভাঙন বিপর্যস্তরা একই তিমিরে থেকে যাচ্ছেন।
দূর্গতদের পাশে না দাঁড়িয়ে কেন্দ্র-রাজ্যের জন প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন। এই পরিস্থিতিতে মালদহের ভাঙন কবলিত কান্তটোলা গ্রামের বাসিন্দারা চাইছেন, ভেদাভেদ ভুলে দুই সরকার হাত মিলিয়ে তাঁদের সমস্যার স্থায়ী সুরাহা করুক। গত এক সপ্তাহ ধরে লাগাতার গঙ্গা ভাঙনের জেরে এখানকার প্রায় শতাধিক পরিবার রাতারাতি ভিটেমাটি হারিয়ে পথে এসে বসেছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করায় ক্ষোভ প্রকাশ করছেন দুর্গতরা।
advertisement
advertisement
ভাঙন বিপর্যস্ত বলরাম মণ্ডল বলেন, আমরা চাই পুনর্বাসন। কিন্তু কেউ কিছু করছে না। অনেক নেতা আসছে, কিন্তু কাজ হচ্ছে না। এদিন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলে তাঁকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন গ্রামের মহিলা-পুরুষ সকলেই। রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে গত এক সপ্তাহ ধরে শুরু হয়েছে গঙ্গার ব্যাপক ভাঙন। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এলাকায় গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেও দুর্গতরা শুকনো কথার বদলে কাজ দেখতে চাইছেন।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কেন্দ্র-রাজ্য দোষারোপের খেলায় ক্ষুব্ধ ভাঙন বিপর্যস্তরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement