আরও পড়ুন: বিএসএফের গুলিতে কোচবিহারে ফের গরু পাচারকারীর মৃত্যু
বুধবার দুপুর ১২ টা নাগাদ এই জাহাজ দুর্ঘটনাটি ঘটে হুগলি নদীর পাড়ে হাওড়ার শ্যামপুর পূর্ব বাসুদেবপুর গ্রামের কাছে। সেই সময় কলকাতা বন্দর থেকে বেরিয়ে একটি জাহাজ হলদিয়ার দিকে যাচ্ছিল। তাকে পাশ দিতে গিয়েই বিপাকে পড়ে কলকাতা বন্দরগামী এই বিশাল বিদেশি জাহাজটি। নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
advertisement
এদিকে নদীর পাড়ে জাহাজের ধাক্কা মারার খবর ছড়িয়ে পড়তেই দুর্ঘটনাগ্রস্থ জাহাজ দেখার জন্য ভিড় করতে শুরু করে এলাকার মানুষ। এমনিতে সারাদিন অসংখ্য জাহাজ গ্রামের পাশের নদী দিয়ে যাতায়াত করে। তবে গ্রামের পাড়ে ধাক্কা মেরে আটকে যাওয়ার ঘটনা এর আগে ঘটেনি। সেই নিয়েই এলাকার মানুষের বিপুল কৌতূহল। এদিকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
রাকেশ মাইতি