Coochbehar News: বিএসএফের গুলিতে কোচবিহারে ফের গরু পাচারকারীর মৃত্যু

Last Updated:

রাতের অন্ধকারে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে কোচবিহারে এক পাচারকারীর মৃত্যু

বিএসএফের গুলিতে মৃত এক
বিএসএফের গুলিতে মৃত এক
কোচবিহার: বিএসএফের গুলিতে ফের কোচবিহারে মৃত্যু গরু পাচারকারীর। ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার ঠেকাতে গুলি চালায় বিএসএফ। আর তাতেই মৃত্যু হল এক পাচারকারীর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের চোঙারখাতা আউটপোষ্টের কাছে।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে একদল পাচারকারী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি দেখতে পেয়েই বাধা দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এরপরই সীমান্তরক্ষী বাহিনীর জাওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পাচারকারীদের। এই সময় বিএসএফ গুলি চালালে মকলেশ্বর হক ওরফে মিঠু (৩৫) নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয়। পাচারকারীদের আক্রমণে এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। মৃতের বাড়ি সাহেবগঞ্জ থানার কুতিয়ার টারি করলা এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের এই ঘটনায় বিএসএফ জওয়ানরা গরু পাচারের বাধা দিলে পাচারকারীরা লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে গুলি চালায় বিএসএফ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, এর আগেও গরু পাচার ঠেকাতে বিএসএফের গুলিতে কোচবিহারে মৃত্যু হয়েছে অনেকের।
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বিএসএফের গুলিতে কোচবিহারে ফের গরু পাচারকারীর মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement