শিক্ষক শিক্ষিকারা উপলব্ধি করেন, অনেক ছাত্রের বাড়িতেই অর্থনৈতিক সমস্যা। তার ফলে সেই সমস্ত পরিবারে ছেলে মেয়েদের জন্মদিন পালন করার ইচ্ছা থাকলেও অর্থনৈতিক সমস্যার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। ছেলে মেয়েদের বন্ধু-বান্ধবের অনেকের বাড়িতেই ঘটা করে জন্মদিন পালিত হয়। তা দেখে বা শুনে মানসিকভাবে কষ্ট পায় অনেকেই। তা উপলব্ধি করেন বি গার্ডেন চিত্ররঞ্জন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক শিক্ষিকারা।
advertisement
আরও পড়ুন: গভীর রাতে জোরাল শব্দ! ছুটে এসে শিউরে উঠলেন নকশালবাড়ির বাসিন্দারা
সে কথা ভেবেই এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন স্কুলে। এই অনুষ্ঠানের মাধ্যমে সফল হবে একাধিক উদ্দেশ্য। স্কুল ছুট হওয়ার মতো ঘটনা কমানো সম্ভব হতে পারে। স্কুলের প্রধান শিক্ষক এ প্রসঙ্গে জানান, করোনাকাল থেকে স্কুলে স্কুলছুট হওয়ার ঘটনা বেড়েছে। স্কুলে আনন্দের মধ্যে দিয়ে যদি লেখাপড়া করানো সম্ভব হয় তাহলে ছাত্ররাও আকর্ষিত হবে। ফলে তারা বেশি করে স্কুলমুখী হবে। সেই সমস্ত উদ্দেশ্য নিয়ে এই জন্মদিন পালন। স্কুলের সমস্ত ছাত্রের জন্মদিন পালন হবে সারা বছর ধরে। ১২ মাসে ১২ টি দিন বেছে নেওয়া হবে। ওই বিশেষ দিনে স্কুল সেজে উঠবে জন্মদিনের উৎসবে।
শুক্রবার প্রায় ২৩ জন ছাত্রের জন্মদিন পালন হল। স্কুলের প্রধান শিক্ষক নিজে হাতে ছাত্রদের হাতে কেক এবং উপহার তুলে দিলেন। শিক্ষক শিক্ষিকাদের থেকে এমন বিশেষ দিনে উপহার পেয়ে বাঁধনহারা আনন্দ ছাত্রদের মনে। এ দিন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্ম এমন ছাত্রদের নিয়েই জন্মদিন পালন হল। প্রিয় বন্ধু বান্ধব সহপাঠীদের জন্মদিনে প্রাণ খুলে শুভেচ্ছা জানাল অন্যরা।
আরও পড়ুন: জাল শংসাপত্র দিয়ে স্কুলে চাকরির নিয়োগপত্র, অবশেষে শ্রীঘরে অভিযুক্ত
এর পাশাপাশি আগামী মাসের জন্মদিনের অনুষ্ঠান কোন দিন হবে তা জানিয়ে দিলেন প্রধান শিক্ষক। মার্চ মাসে যাদের জন্ম, তাদের জন্মদিন পালন হবে ১ মার্চ। প্রিয় ছাত্র ছাত্রীদের জন্মদিনে বিশেষ ভাবে সহযোগিতায় শিক্ষক শিক্ষিকারা।
প্রধান শিক্ষক জানান, 'ছাত্রছাত্রীরা আজকে যারা ছোট। তাদের এই আনন্দঘন মুহূর্তের ছবি দেখে আরও অনেক বেশি আনন্দ পাবে যখন ওরা বড় হবে।' স্কুলের এমন আয়োজনে খুশি ছাত্রদের অভিভাবকরাও। টুম্পা দাস নামের এক অভিভাবক জানান, 'সত্যিই এমন অনেক পরিবার রয়েছে যাদের ছেলে মেয়েদের ঘটা করে জন্মদিন পালন হয় না। স্কুলের স্যার ম্যাডামদের এই চেষ্টা খুব ভাল। পাশাপাশি ছাত্ররা এতে ভীষণ আনন্দিত।'
রাকেশ মাইতি