TRENDING:

Howrah: কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে হাওড়ার প্রতিষ্ঠা সামন্ত

Last Updated:

আসন্ন কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ২০২২ প্রতিযোগিতায় মোট ৭০ টির বেশি দেশ অংশগ্রহণ করতে চলেছে। তার মধ্যে রয়েছে ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : আসন্ন কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ২০২২ প্রতিযোগিতায় মোট ৭০ টির বেশি দেশ অংশগ্রহণ করতে চলেছে। তার মধ্যে রয়েছে ভারত। কমনওয়েলথের আসরে হাওড়ার প্রতিষ্ঠা, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, আগামী ২৮ শে জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। প্রতিযোগিতা চলবে আগস্ট পর্যন্ত। আসন্ন কমনওয়েলথ গেমসে জিমন্যাস্টিক্সে ভারতের হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে চলেছেন হাওড়ার সাঁতরাগাছির কন্যা প্রতিষ্ঠা সামন্ত। সাম্প্রতিক সময়ে দেশের জিমন্যাস্টিক্সে অন্যতম মুখ হিসাবে নিজেকে তুলে ধরেছেন বছর ঊনিশের প্রতিষ্ঠা।
advertisement

উল্লেখ্য, চলতি বছরে তিনটি আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপে এবং দোহায় অনুষ্ঠিত এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে বার্মিংহামে কমনওয়েলথে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠা। বার্মিংহামে পাড়ি দেওয়ার আগে দিল্লিতে জাতীয় শিবিরে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিষ্ঠা।

আরও পড়ুনঃ আবর্জনা থেকেই অর্থের যোগান! পঞ্চায়েতে হচ্ছে কর্মসংস্থান, জানুন...

advertisement

আপাতত দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে অলিম্পিয়ান দীপা কর্মকারের সাথেই অনুশীলনে ব্যস্ত হাওড়ার সাঁতরাগাছির তরুণী। প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় দলে রয়েছেন বাংলার আরেক অলিম্পিয়ান প্রণতি নায়েক। প্রণতি ও প্রতিষ্ঠাকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার ক্রীড়ামহল।

View More

আরও পড়ুনঃ প্লাস্টিক বন্ধ করতে মানুষকে সচেতন বার্তায় বর্ণাঢ্য পদযাত্রা

advertisement

কোন কোন খেলা থাকছে এবারের কমনওয়েলথ গেমসে Commonwealth Games ২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত রয়েছে:

 

 

অ্যাকুয়াতিকস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ ভলিবল, বাওযলস, বক্সিং, ক্রিকেট (মহিলাদের), সাইক্লিন, জিমনাস্টিক, জুডো, হকি, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রায়াথলন, ওয়েট লিফটিং, রেসলিং। এই নিয়ে ভারতের কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় ১৮তম অংশগ্রহণ। জানা যায়, আসন্ন কমনওয়েলথ গেমসে ভারত থেকে মোট ১৪৭ জন অ্যাথলিট অংশগ্রহণ করতে চলেছেন।এবারের কমনওয়েলথ গেমসে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। জানা যায়, আইসিসি রাঙ্কিংয়ের বিচারে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে।

advertisement

Rakesh Maity

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

 

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে হাওড়ার প্রতিষ্ঠা সামন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল