উল্লেখ্য, চলতি বছরে তিনটি আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপে এবং দোহায় অনুষ্ঠিত এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে বার্মিংহামে কমনওয়েলথে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠা। বার্মিংহামে পাড়ি দেওয়ার আগে দিল্লিতে জাতীয় শিবিরে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিষ্ঠা।
আরও পড়ুনঃ আবর্জনা থেকেই অর্থের যোগান! পঞ্চায়েতে হচ্ছে কর্মসংস্থান, জানুন...
advertisement
আপাতত দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে অলিম্পিয়ান দীপা কর্মকারের সাথেই অনুশীলনে ব্যস্ত হাওড়ার সাঁতরাগাছির তরুণী। প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় দলে রয়েছেন বাংলার আরেক অলিম্পিয়ান প্রণতি নায়েক। প্রণতি ও প্রতিষ্ঠাকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার ক্রীড়ামহল।
আরও পড়ুনঃ প্লাস্টিক বন্ধ করতে মানুষকে সচেতন বার্তায় বর্ণাঢ্য পদযাত্রা
কোন কোন খেলা থাকছে এবারের কমনওয়েলথ গেমসে Commonwealth Games ২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত রয়েছে:
অ্যাকুয়াতিকস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ ভলিবল, বাওযলস, বক্সিং, ক্রিকেট (মহিলাদের), সাইক্লিন, জিমনাস্টিক, জুডো, হকি, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রায়াথলন, ওয়েট লিফটিং, রেসলিং। এই নিয়ে ভারতের কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় ১৮তম অংশগ্রহণ। জানা যায়, আসন্ন কমনওয়েলথ গেমসে ভারত থেকে মোট ১৪৭ জন অ্যাথলিট অংশগ্রহণ করতে চলেছেন।এবারের কমনওয়েলথ গেমসে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। জানা যায়, আইসিসি রাঙ্কিংয়ের বিচারে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে।
Rakesh Maity