TRENDING:

Howrah News: লকগেট ২৫ বছর ধরে ভাঙা, নিকাশির সমস্যায় নাজেহাল গ্রামের মানুষ

Last Updated:

হাওড়া মানিকপুর খানপাড়ায় নিকাশির সমস্যা দীর্ঘদিনের। এখানে নিকাশি নালা সচল না থাকায় নোংরা আবর্জনায় ভরে আছে খাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সুইসগেট ভেঙে পড়ায় বেহাল অবস্থা নিকাশি নালার। মানিকপুর খানপাড়া মসজিদ সংলগ্ন এলাকার ঘটনা। বেহাল নিকাশির জেরে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান না হলে বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাঁদের আশঙ্কা। বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোন‌ও সুরাহা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।
advertisement

আরও পড়ুন: পাঁচ বছরে কতটা কাজ করল কল্যাণপুর-১ পঞ্চায়েত? নিউজ ১৮ লোকালের রিপোর্ট কার্ড কী বলছে

হাওড়া মানিকপুর খানপাড়ায় নিকাশির সমস্যা দীর্ঘদিনের। এখানে নিকাশি নালা সচল না থাকায় নোংরা আবর্জনায় ভরে আছে খাল। সেখানে যেমন পোকামাকড় ভন ভন করে তেমনই বের হয় নোংরা দুর্গন্ধ। দীর্ঘদিন সংস্কারের কাজ হয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা স্বদেশ গুছাইত জানান, লকগেট ভেঙে পড়ে আছে প্রায় ২০-২৫ বছর হয়ে গেল। ফলে বর্ষা এলেই সমস্যায় পড়তে হয়। ভাঙা লকগেটের জন্য জল আটকানো বা বের হওয়ার কোনও ব্যবস্থা নেই।

advertisement

View More

স্থানীয় বাসিন্দা ফরিদা খান জানান, ভাঙা লকগেট দিয়ে জোয়ারের জল প্রবেশ করে উঠোন, ঘর সব জলমগ্ন হয়ে পড়ে। সেই সমস্যা সমাধানে বহুবার পঞ্চায়েতের দারস্থ হয়েছে গ্রামের মানুষ, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এই প্রসঙ্গে মানিকপুরের পঞ্চায়েত প্রধান বর্ণালী ঢালি লস্কর বলেন, ওই এলাকায় নিকাশির সমস্যা আছে। কয়েক বছর আগে নিকাশি সমস্যা দূর করতে কিছু কাজ হয়েছিল। কিন্তু একটি জুটমিলের মালিকানায় বেশ কিছুটা অংশ আছে। তাই পঞ্চায়েত সরাসরি কিছু করতে পারছে না বলে তিনি জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: লকগেট ২৫ বছর ধরে ভাঙা, নিকাশির সমস্যায় নাজেহাল গ্রামের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল