Panchayat Election 2023: পাঁচ বছরে কতটা কাজ করল কল্যাণপুর-১ পঞ্চায়েত? নিউজ ১৮ লোকালের রিপোর্ট কার্ড কী বলছে

Last Updated:

কল্যাণপুর-১ পঞ্চায়েত আকারে বেশ ছোট। গ্রাম সংসদের মোট আসন সংখ্যা মাত্র ৮ টি। ২০১৮ সালে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস।

+
title=

মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে নিউজ ১৮ লোকালের টিম পৌঁছে গেল মুর্শিদাবাদের বড়ঞার কল্যাণপুর-১ পঞ্চায়েত। গত পাঁচ বছরে শাসকদল পরিচালিত এই পঞ্চায়েতে উন্নয়নের কাজ কতটা হয়েছে, গ্রামবাসীরা কে কী বলছেন তা খোঁজ নিলাম আমরা। তৈরি হল রিপোর্ট কার্ড।
মুর্শিদাবাদের কল্যাণপুর-১ পঞ্চায়েত আকারে বেশ ছোট। গ্রাম সংসদের মোট আসন সংখ্যা মাত্র ৮ টি। ২০১৮ সালে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হন টার্জান শেখ।
advertisement
advertisement
জেলার শেষ সীমানা হিসেবে পরিচিত এই ছোট পঞ্চায়েতটি। ৬ কিলোমিটার দুরে অবস্থিত খোরজুনা বাসট্যান্ড। ১৯৭৮ সালে কল্যাণপুর-১ পঞ্চায়েতটি গড়ে ওঠে। চারিদিকে ঘুরে বেড়ালে উন্নয়নের বেশ কিছু চিহ্ন সহজেই চোখে পড়বে। গ্রামে যাতায়াতের সুবিধার জন্য ঢালাই রাস্তা তৈরি, পানীয় জলের সমস্যা মেটানোর মত বেশ কিছু কাজ করেছে পঞ্চায়েত। এদিকে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, নিকাশী নালা তৈরি হলেও তা নিয়মিত সাফাই হয় না।
advertisement
কল্যাণপুর-১ পঞ্চায়েতের সর্বত্র পথবাতি অধিক পরিমাণে চোখে পড়ে। এদিকে মুর্শিদাবাদ আর্শেনিক প্রবণ জেলা হিসেবে পরিচিত। তার মধ্যে পড়ে এই এলাকাও। এদিকে গত পাঁচ বছরে জলের সমস্যা মেটানোর জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে গ্রামবাসীদের অভিযোগ।
গ্রামবাসীদের কথা শুনে নিউজ ১৮ লোকাল কল্যানপুর-১ পঞ্চায়েতের যে রিপোর্ট কার্ড তৈরি করেছে তাতে ১০-এর মধ্যে ৭.৫ দেওয়াই যায়। এদিকে গত পাঁচ বছরের কাজ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান টারজান শেখ বলেন, জনগনের চাহিদা অনেক। সেই চাহিদা মেনে অনেক কাজ হয়েছে। তবে এখনও অনেক চাহিদা পূরণ করা বাকি। আগামী পঞ্চায়েত নির্বাচনে জিতে আবার ক্ষমতায় ফেরার বিষয়ে তিনি আত্মপ্রত্যায়ী। সেক্ষেত্রে বকেয়া কাজগুলো দ্রুত সেরে ফেলবেন বলে জানান।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Panchayat Election 2023: পাঁচ বছরে কতটা কাজ করল কল্যাণপুর-১ পঞ্চায়েত? নিউজ ১৮ লোকালের রিপোর্ট কার্ড কী বলছে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement